আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৭৫
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা মুলক পাঠের প্রতি উৎসাহ দান
২২৭৫. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) -এর জনৈক সাহাবী একটি কবরের উপর আপন তাঁবু স্থাপন করে ফেললেন। তিনি ধারণা করতে পারেন নাই যে, এটি একটি কবর। হঠাৎ দেখা গেল, এটি এক ব্যক্তির কবর এবং সে সেখানে সূরা মুলক পাঠ করছে। এমনকি সে সূরাটি খতম করে ফেলল। সাহাবী নবী করীম (ﷺ) -এর নিকট আসলেন এবং বললেন, ইয়া রাসুলাল্লাহ। আমি একটি কবরের উপর আমার তাঁবু খাটিয়ে ফেলেছি এবং আমি ধারণাই করতে পারিনি যে, এটি একটি কবর। হঠাৎ দেখি এটি একটি ব্যক্তির কবর এবং সে সূরা মুলক শেষ পর্যন্ত পাঠ করছে। নবী করীম (ﷺ) বললেন, এ সূরাটি হল রক্ষাকারী* ও মুক্তি দানকারী। এ তার পাঠককে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে থাকে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি গরীব হাদীস।)

*কবরের আযাব থেকে রক্ষা করে। স্মরণ শক্তি রক্ষা করে।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة تبَارك الَّذِي بِيَدِهِ الْملك
2275- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ ضرب بعض أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم خباءه على قبر وَهُوَ لَا يحْسب أَنه قبر فَإِذا قبر إِنْسَان يقْرَأ سُورَة الْملك حَتَّى خَتمهَا فَأتى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله ضربت خبائي على قبر وَأَنا لَا أَحسب أَنه قبر فَإِذا قبر إِنْسَان يقْرَأ سُورَة الْملك حَتَّى خَتمهَا فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم هِيَ الْمَانِعَة
هِيَ المنجية تنجيه من عَذَاب الْقَبْر

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান