আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৮৪
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮৪. হযরত আবুদ-দারদা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তোমাদের কেউ কি এ ব্যাপারে অক্ষম যে, এক রাতে কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করে ফেলবে? সাহাবীগণ বললেন, কুরআনের এক-তৃতীয়াংশ কিভাবে পাঠ করবে? তিনি বললেন, সূরা ইখলাস কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
অপর বর্ণনায় এমন রয়েছে। তিনি বললেন, মহান আল্লাহ্ কুরআনকে তিন অংশে ভাগ করেছেন এবং সুরা ইখলাসকে তার এক অংশ সাব্যস্ত করেছেন।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2284- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَيعْجزُ أحدكُم أَن يقْرَأ فِي لَيْلَة ثلث الْقُرْآن
قَالُوا وَكَيف يقْرَأ ثلث الْقُرْآن قَالَ قل هُوَ الله أحد تعدل ثلث الْقُرْآن

وَفِي رِوَايَة قَالَ إِن الله عز وَجل جزأ الْقُرْآن بِثَلَاثَة أَجزَاء فَجعل قل هُوَ الله أحد جُزْءا من أَجزَاء الْقُرْآن

رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৮৪ | মুসলিম বাংলা