আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৭২
অধ্যায়ঃ কুরআন পাঠ
সুরা ইয়াসীন পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২২৭২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক বস্তুর একটি হৃদয় রয়েছে। আর কুরআনের হৃদয় হল সূরা ইয়াসীন। আর যে ব্যক্তি একবার সূরা ইয়াসীন পাঠ করবে, আল্লাহ এরদ্বারা দশবার কুরআন খতমের পুণ্য লিখে দিবেন।
অন্য বর্ণনায় বাড়তি এতটুকু রয়েছেঃ সূরা ইয়াসীন ছাড়া*
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি গরীব হাদীস।)

*মানে সূরা ইয়াসীন বাদে কুরআনের দশ খতম।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة يس وَمَا جَاءَ فِي فَضلهَا
2272- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن لكل شَيْء قلبا وقلب الْقُرْآن يس وَمن قَرَأَ يس كتب الله بِقِرَاءَتِهَا قِرَاءَة الْقُرْآن عشر مَرَّات

زَاد فِي رِوَايَة دون يس

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৭২ | মুসলিম বাংলা