আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৭৩
অধ্যায়ঃ কুরআন পাঠ
সুরা ইয়াসীন পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২২৭৩. হযরত জুনদুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরা ইয়াসীন পাঠ করবে, তার সকল গুনাহ মাফ করে দেয়া হবে।
(হাদীসটি মালিক, ইবনুস সুন্নী এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।
[সংকলক বলেন)ঃ দু'আ অধ্যায়ে সূরা দুখানের আলোচনা আসবে।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة يس وَمَا جَاءَ فِي فَضلهَا
2273- وَعَن جُنْدُب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ يس فِي لَيْلَة ابْتِغَاء وَجه الله غفر لَهُ

رَوَاهُ مَالك وَابْن السّني وَابْن حبَان فِي صَحِيحه

قَالَ المملي رَضِي الله عَنهُ وَيَأْتِي فِي بَاب مَا يَقُوله بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصّ بصباح وَلَا مسَاء ذكر سُورَة الدُّخان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৭৩ | মুসলিম বাংলা