আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৭১
অধ্যায়ঃ কুরআন পাঠ
সুরা ইয়াসীন পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২২৭১. হযরত মাকিল ইবন ইয়াসার (রা) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কুরআনের হৃদয় হল সুরা ইয়াসিন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতে পুণ্যের আশায় এটি পাঠ করবে, আল্লাহ্ তাকে ক্ষমা করে দেবেন। তোমরা মুমূর্ষু ব্যক্তিদের উপর এ সূরাটি পাঠ কর।
(হাদীসটি আহমদ, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন। বর্ণিত পাঠ নাসাঈর। ইবন মাজাহ এবং হাকিমও এটি বর্ণনা করে সহীহ বলে মন্তব্য করেছেন।)
(হাদীসটি আহমদ, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন। বর্ণিত পাঠ নাসাঈর। ইবন মাজাহ এবং হাকিমও এটি বর্ণনা করে সহীহ বলে মন্তব্য করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة يس وَمَا جَاءَ فِي فَضلهَا
2271- عَن معقل بن يسَار رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قلب الْقُرْآن يس لَا يقْرؤهَا رجل يُرِيد الله وَالدَّار الْآخِرَة إِلَّا غفر الله لَهُ اقرؤوها على مَوْتَاكُم
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَالْحَاكِم وَصَححهُ
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَالْحَاكِم وَصَححهُ