আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৭০
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা কাহফ অথবা এর প্রথম দশ অথবা শেষ দশ আয়াত পাঠের প্রতি উৎসাহ দান
২২৭০. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি সূরা কাহফ এমনভাবে পাঠ করবে, যেভাবে সূরাটি নাযিল করা হয়েছে, তার জন্য কিয়ামতের দিন এমন এক জ্যোতি দেখা দিবে যা তার স্থান থেকে মক্কা পর্যন্ত বিস্তৃত হবে। যে ব্যক্তি এ সূরার শেষ দশ আয়াত পাঠ করবে, তারপরে দাজ্জাল আবির্ভূত হলেও সে এই ব্যক্তির উপর কোন প্রভাব খাটাতে পারবে না। আর যে ব্যক্তি উযু করে এই দু'আটি পাঠ করবে, "হে আল্লাহ্! আমি তোমার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করছি। তুমি ছাড়া কোন ইলাহ নেই, আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি ও তোমার দিকেই প্রত্যাবর্তন করছি। তাঁর এ পুণ্যটি একটি কাগজে লিখে রাখা হবে এবং এর উপর সীল মোহর মেরে রাখা হবে। তারপর কিয়ামত পর্যন্ত তা আর ছিড়ে ফেলা হবে না।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। তিনি আরও বলেছেনঃঃ যে. আবদুর রহমান ইবন মাহদী এ হাদীসটি সাওরী আবু হাশিম রুম্মানী সূত্রে মাওকূক্তরণে বর্ণণা করেছেন।
(হাফিয বলেনঃ) জুমুআ অধ্যায়ে 'শুক্রবার দিনে ও শুক্রবার রাতে সূরা কাহফ পাঠের ফযীলত' শিরোনামে একটি পৃথক অনুচ্ছেদ বর্ণিত হয়েছে।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। তিনি আরও বলেছেনঃঃ যে. আবদুর রহমান ইবন মাহদী এ হাদীসটি সাওরী আবু হাশিম রুম্মানী সূত্রে মাওকূক্তরণে বর্ণণা করেছেন।
(হাফিয বলেনঃ) জুমুআ অধ্যায়ে 'শুক্রবার দিনে ও শুক্রবার রাতে সূরা কাহফ পাঠের ফযীলত' শিরোনামে একটি পৃথক অনুচ্ছেদ বর্ণিত হয়েছে।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْكَهْف أَو عشر من أَولهَا أَو عشر من آخرهَا
2270- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَرَأَ الْكَهْف كَمَا أنزلت كَانَت لَهُ نورا يَوْم الْقِيَامَة من مقَامه إِلَى مَكَّة
وَمن قَرَأَ عشر آيَات من آخرهَا ثمَّ خرج
الدَّجَّال لم يُسَلط عَلَيْهِ وَمن تَوَضَّأ ثمَّ قَالَ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِك لَا إِلَه إِلَّا أَنْت أستغفرك وَأَتُوب إِلَيْك كتب فِي رق ثمَّ طبع بِطَابع فَلم يكسر إِلَى يَوْم الْقِيَامَة
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَذكر أَن ابْن مهْدي وَقفه على الثَّوْريّ عَن أبي هَاشم الروماني
قَالَ الْحَافِظ وَتقدم بَاب فِي فضل قرَاءَتهَا يَوْم الْجُمُعَة وَلَيْلَة الْجُمُعَة فِي كتاب الْجُمُعَة
وَمن قَرَأَ عشر آيَات من آخرهَا ثمَّ خرج
الدَّجَّال لم يُسَلط عَلَيْهِ وَمن تَوَضَّأ ثمَّ قَالَ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِك لَا إِلَه إِلَّا أَنْت أستغفرك وَأَتُوب إِلَيْك كتب فِي رق ثمَّ طبع بِطَابع فَلم يكسر إِلَى يَوْم الْقِيَامَة
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم وَذكر أَن ابْن مهْدي وَقفه على الثَّوْريّ عَن أبي هَاشم الروماني
قَالَ الْحَافِظ وَتقدم بَاب فِي فضل قرَاءَتهَا يَوْم الْجُمُعَة وَلَيْلَة الْجُمُعَة فِي كتاب الْجُمُعَة