আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৬৯
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা কাহফ অথবা এর প্রথম দশ অথবা শেষ দশ আয়াত পাঠের প্রতি উৎসাহ দান
২২৬৯. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত যে, আল্লাহর নবী (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সূরা কাহফের দশটি আয়াত মুখস্ত করবে, সে দাজ্জাল থেকে নিরাপদ থাকবে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। আবু দাউদ এবং নাসাঈও এটি বর্ণনা করেছেন। তাঁদের উভয়ের বর্ণনায় রয়েছে। দাজ্জালের ফিৎনা* থেকে নিরাপদ থাকবে। মুসলিমের কোন কোন কপিতেও এরূপ রয়েছে। মুসলিম ও আবু দাউদের অপর এক বর্ণনায় সূরা কাহফের শেষ দশ আয়াত বলা হয়েছে। নাসাঈর এক বর্ণনায়ও "যে ব্যক্তি সূরা কাহফের শেষ দশ আয়াত পাঠ করল" উল্লেখ করা হয়েছে।
এ হাদীসটি তিরমিযী নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ যে ব্যক্তি সূরা কাহফের প্রথমদিকের তিনটি আয়াত পাঠ করবে, সে দাজ্জালের পরীক্ষা থেকে নিরাপদ থাকবে।)
*কঠিন পরীক্ষা।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। আবু দাউদ এবং নাসাঈও এটি বর্ণনা করেছেন। তাঁদের উভয়ের বর্ণনায় রয়েছে। দাজ্জালের ফিৎনা* থেকে নিরাপদ থাকবে। মুসলিমের কোন কোন কপিতেও এরূপ রয়েছে। মুসলিম ও আবু দাউদের অপর এক বর্ণনায় সূরা কাহফের শেষ দশ আয়াত বলা হয়েছে। নাসাঈর এক বর্ণনায়ও "যে ব্যক্তি সূরা কাহফের শেষ দশ আয়াত পাঠ করল" উল্লেখ করা হয়েছে।
এ হাদীসটি তিরমিযী নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ যে ব্যক্তি সূরা কাহফের প্রথমদিকের তিনটি আয়াত পাঠ করবে, সে দাজ্জালের পরীক্ষা থেকে নিরাপদ থাকবে।)
*কঠিন পরীক্ষা।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْكَهْف أَو عشر من أَولهَا أَو عشر من آخرهَا
2269- عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ أَن نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من حفظ عشر آيَات من سُورَة الْكَهْف عصم من الدَّجَّال
رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَعِنْدَهُمَا عصم من فتْنَة الدَّجَّال
وَهُوَ كَذَا فِي بعض نسخ مُسلم
وَفِي رِوَايَة لمُسلم وَأبي دَاوُد من آخر سُورَة الْكَهْف
وَفِي رِوَايَة للنسائي من قَرَأَ الْعشْر الْأَوَاخِر من سُورَة الْكَهْف
وَرَوَاهُ التِّرْمِذِيّ وَلَفظه من قَرَأَ ثَلَاث آيَات من أول الْكَهْف عصم من فتْنَة الدَّجَّال
رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَعِنْدَهُمَا عصم من فتْنَة الدَّجَّال
وَهُوَ كَذَا فِي بعض نسخ مُسلم
وَفِي رِوَايَة لمُسلم وَأبي دَاوُد من آخر سُورَة الْكَهْف
وَفِي رِوَايَة للنسائي من قَرَأَ الْعشْر الْأَوَاخِر من سُورَة الْكَهْف
وَرَوَاهُ التِّرْمِذِيّ وَلَفظه من قَرَأَ ثَلَاث آيَات من أول الْكَهْف عصم من فتْنَة الدَّجَّال