আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৬৮
অধ্যায়ঃ কুরআন পাঠ
আয়াতুল কুরসী পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২২৬৮. হযরত উবাই ইব্ন কা'ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বললেনঃ হে আবুল মুনযির। বলতে পার কি তোমার নিকট রক্ষিত কুরআনের শ্রেষ্ঠতর আয়াত কোনটি? আমি বললাম আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি আবার বললেন, হে আবুল মুনযির। তোমার কাছে কুরআনের কোন্ আয়াতটি শ্রেষ্ঠতর? আমি বললাম, "আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল-হায়্যুল কায়্যুম।" উবাই বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তখন আমার বক্ষে হাত মারলেন এবং বললেন, হে আবুল মুনযির। ইলম তোমার জন্য মুবারক হোক।
(হাদীসটি মুসলিম ও আবূ দাউদ বর্ণনা করেছেন। আহমদ এবং ইব্ন আবূ শায়বা এটি তাঁর কিতাবে মুসলিমের সনদেই বর্ণনা করেছেন। তবে তিনি এ অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেনঃ ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন। এই আয়াতটির একটি জিহ্ববা ও দু'টি ঠোঁট রয়েছে, যেগুলো আরশের পায়ার কাছে মহান আল্লাহর তাসবীহ পাঠ করে।
হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত এ হাদীসটি আগেও এসেছে। প্রত্যেক জিনিসের একটি চূড়া রয়েছে আর কুরআনের চূড়া হল সূরা বাকারা। আর এতে এমন একটি আয়াত রয়েছে, যা কুরআনের আয়াতকুলের শিরোমণি। হাকিমের শব্দমালা হল এইঃ
সূরা বাকারায় একটি আয়াত রয়েছে, যা কুরআনের আয়াতকূলের শিরোমণি। এ আয়াতটি কোন ঘরে পাঠ করা হলে এ ঘরে শয়তান থাকলে বেরিয়ে যায়। আয়াতটি হল আয়াতুল কুরসী।)
(হাদীসটি মুসলিম ও আবূ দাউদ বর্ণনা করেছেন। আহমদ এবং ইব্ন আবূ শায়বা এটি তাঁর কিতাবে মুসলিমের সনদেই বর্ণনা করেছেন। তবে তিনি এ অংশটি অতিরিক্ত বর্ণনা করেছেনঃ ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন। এই আয়াতটির একটি জিহ্ববা ও দু'টি ঠোঁট রয়েছে, যেগুলো আরশের পায়ার কাছে মহান আল্লাহর তাসবীহ পাঠ করে।
হযরত আবূ হুরায়রা (রা) বর্ণিত এ হাদীসটি আগেও এসেছে। প্রত্যেক জিনিসের একটি চূড়া রয়েছে আর কুরআনের চূড়া হল সূরা বাকারা। আর এতে এমন একটি আয়াত রয়েছে, যা কুরআনের আয়াতকুলের শিরোমণি। হাকিমের শব্দমালা হল এইঃ
সূরা বাকারায় একটি আয়াত রয়েছে, যা কুরআনের আয়াতকূলের শিরোমণি। এ আয়াতটি কোন ঘরে পাঠ করা হলে এ ঘরে শয়তান থাকলে বেরিয়ে যায়। আয়াতটি হল আয়াতুল কুরসী।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة آيَة الْكُرْسِيّ وَمَا جَاءَ فِي فَضلهَا
2268 - وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أَبَا الْمُنْذر أَتَدْرِي
أَي آيَة من كتاب الله مَعَك أعظم قَالَ قلت الله وَرَسُوله أعلم قَالَ يَا أَبَا الْمُنْذر أَي آيَة من كتاب الله مَعَك أعظم قلت الله لَا إِلَه إِلَّا هُوَ الْحَيّ القيوم الْبَقَرَة 552
قَالَ فَضرب فِي صَدْرِي وَقَالَ لِيَهنك الْعلم أَبَا الْمُنْذر
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد
وَرَوَاهُ أَحْمد وَابْن أبي شيبَة فِي كِتَابه بِإِسْنَاد مُسلم وَزَاد وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِن لهَذِهِ الْآيَة لِسَانا وشفتين تقدس الْملك عِنْد سَاق الْعَرْش
وَتقدم حَدِيث أبي هُرَيْرَة لكل شَيْء سَنَام وَإِن سَنَام الْقُرْآن سُورَة الْبَقَرَة وفيهَا آيَة هِيَ سيدة آي الْقُرْآن
وَلَفظ الْحَاكِم سُورَة الْبَقَرَة فِيهَا آيَة سيدة آي الْقُرْآن لَا تقْرَأ فِي بَيت وَفِيه شَيْطَان إِلَّا خرج مِنْهُ آيَة الْكُرْسِيّ
أَي آيَة من كتاب الله مَعَك أعظم قَالَ قلت الله وَرَسُوله أعلم قَالَ يَا أَبَا الْمُنْذر أَي آيَة من كتاب الله مَعَك أعظم قلت الله لَا إِلَه إِلَّا هُوَ الْحَيّ القيوم الْبَقَرَة 552
قَالَ فَضرب فِي صَدْرِي وَقَالَ لِيَهنك الْعلم أَبَا الْمُنْذر
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد
وَرَوَاهُ أَحْمد وَابْن أبي شيبَة فِي كِتَابه بِإِسْنَاد مُسلم وَزَاد وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِن لهَذِهِ الْآيَة لِسَانا وشفتين تقدس الْملك عِنْد سَاق الْعَرْش
وَتقدم حَدِيث أبي هُرَيْرَة لكل شَيْء سَنَام وَإِن سَنَام الْقُرْآن سُورَة الْبَقَرَة وفيهَا آيَة هِيَ سيدة آي الْقُرْآن
وَلَفظ الْحَاكِم سُورَة الْبَقَرَة فِيهَا آيَة سيدة آي الْقُرْآن لَا تقْرَأ فِي بَيت وَفِيه شَيْطَان إِلَّا خرج مِنْهُ آيَة الْكُرْسِيّ