আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৬৭
অধ্যায়ঃ কুরআন পাঠ
আয়াতুল কুরসী পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২২৬৭. হযরত উবাই ইব্ন কা'ব (রা) থেকে বর্ণিত। তাঁর পিতা বলেছেনঃঃ যে, তাঁদের খেজুর শুকানোর একটি খলা ছিল। কিন্তু তিনি লক্ষ্য করতেন যে, এখান থেকে কিছু খেজুর কমে যায়। এক রাতে তিনি এ স্থানটি পাহারা দিলেন। তাতে দেখতে পেলেন তরুণ বয়সী ছেলের মত একটি প্রাণী। বর্ণনাকারী বলেন, তিনি তাকে সালাম দিলেন। সেও সালামের উত্তর দিল। আমি বললাম, তুমি কি মানুষ না জিন্ন? সে বলল, জিন্ন। আমি বললাম, তোমার হাতটি আমাকে একটু দেখাও তো। দেখি কী, তার হাতটি কুকুরের হাতের মত আর চুলও কুকুরের চুলের মত। আমি বললাম, এটাই কি জিন্নদের আকৃতি? সে তখন বলল, জিন্নকূলে সুবিদিত যে, তাদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী আর কেউই নেই। আমি বললাম, তোমাকে এ কাজ করতে কিসে উদ্বুদ্ধ করলো? সে বলল, আমি জানতে পেরেছি যে, তুমি দান-খয়রাত খুব পসন্দ কর। তাই তোমার এ খাদ্য থেকে কিছু হাতিয়ে নেয়া আমি পসন্দ করলাম। আমি বললাম, তোমাদের থেকে কিসে আমাদেরকে হিফাযত করতে পারে? সে বলল, এ আয়াতটি অর্থাৎ আয়াতুল কুরসী। তারপর আমি তাকে ছেড়ে দিলাম। এরপর আমার পিতা প্রত্যুষে উঠে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট গেলেন এবং ঘটনাটি বললেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, দুষ্টটি সত্য কথাই বলেছে।
(হাদীসটি ইব্ন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং অন্যরাও বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইব্ন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং অন্যরাও বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة آيَة الْكُرْسِيّ وَمَا جَاءَ فِي فَضلهَا
2267- وَعَن أبي بن كَعْب رَضِي الله عَنهُ أَن أَبَاهُ أخبرهُ أَنه كَانَ لَهُم جرين فِيهِ تمر وَكَانَ مِمَّا يتَعَاهَد فيجده ينقص فحرسه ذَات لَيْلَة فَإِذا هُوَ بِدَابَّة كَهَيئَةِ الْغُلَام المحتلم
قَالَ فَسلم فَرد عَلَيْهِ السَّلَام فَقلت مَا أَنْت جن أم إنس قَالَ جن فَقلت ناولني يدك فَإِذا يَد كلب وَشعر كلب فَقلت هَذَا خلق الْجِنّ فَقَالَ لقد علمت الْجِنّ أَن مَا فيهم من هُوَ أَشد مني فَقلت مَا يحملك على مَا صنعت قَالَ بَلغنِي أَنَّك تحب الصَّدَقَة فَأَحْبَبْت أَن أُصِيب من طَعَامك فَقلت مَا الَّذِي يحرزنا مِنْكُم قَالَ هَذِه الْآيَة آيَة الْكُرْسِيّ
قَالَ فتركته وَغدا أبي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأخْبرهُ فَقَالَ صدق الْخَبيث
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَغَيره
قَالَ فَسلم فَرد عَلَيْهِ السَّلَام فَقلت مَا أَنْت جن أم إنس قَالَ جن فَقلت ناولني يدك فَإِذا يَد كلب وَشعر كلب فَقلت هَذَا خلق الْجِنّ فَقَالَ لقد علمت الْجِنّ أَن مَا فيهم من هُوَ أَشد مني فَقلت مَا يحملك على مَا صنعت قَالَ بَلغنِي أَنَّك تحب الصَّدَقَة فَأَحْبَبْت أَن أُصِيب من طَعَامك فَقلت مَا الَّذِي يحرزنا مِنْكُم قَالَ هَذِه الْآيَة آيَة الْكُرْسِيّ
قَالَ فتركته وَغدا أبي إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأخْبرهُ فَقَالَ صدق الْخَبيث
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَغَيره