আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৬৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
আয়াতুল কুরসী পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২২৬৬. হযরত আবূ আইয়ূব আনসারী (রা) থেকে বর্ণিত যে, তাঁর একটি খেজুরের গোলা ছিল আর রাক্ষস এসে এখান থেকে কিছু নিয়ে যেত। তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এ ব্যাপারে অভিযোগ করলেন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, যাও তুমি যখন তাকে দেখবে, তখন বলবে "আল্লাহর নামে, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও।" আবু আইয়ূব একদিন এভাবে তাকে ধরে ফেললেন। সে তখন শপথ করে বলল যে, সে আর কখনও ফিরে আসবে না। আবু আইয়ূব তাকে ছেড়ে দিলেন। অতঃপর তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) এর-এর নিকট আসলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার বন্দীটির কি হল? তিনি বললেন, সে শপথ করে বলেছে যে, আর কখনও ফিরে আসবে না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে মিথ্যা বলেছে আর মিথ্যায় সে খুবই অভ্যস্ত। বর্ণনাকারী বলেন, আবু আইয়ূব দ্বিতীয়বার তাকে ধরে ফেললেন। সে আবারও শপথ করে বলল, যে আর আসবে না। তাই তিনি এবারও তাকে ছেড়ে দিলেন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট আসলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমার বন্দীটির কি হল? তিনি বললেন, সে শপথ করে বলেছে যে, আর কখনো ফিরে আসবে না। রাসূলুল্লাহ বললেন, সে মিথ্যা বলেছে আর মিথ্যায় সে খুবই পটু। আবু আইয়ুব আরেকদিন তাকে ধরে ফেললেন এবং বললেন, আজ আর তোমাকে নবী করীম (ﷺ) -এর কাছে না নিয়ে ছাড়ব না। সে তখন বলল, আমি তোমাকে একটি কথা শিখিয়ে দিচ্ছি। তুমি তোমার ঘরে আয়াতুল কুরসী পাঠ করবে, এতে শয়তান বা অন্য কিছু তোমার কাছেও ঘেঁষতে পারবে না। এরপর আবু আইয়ূব নবী করীম- (ﷺ) এর নিকট আসলেন। তিনি বললেন, তোমার বন্দীটির কি হল ? তখন তিনি রাক্ষস যা বলেছিল তা তাঁকে খুলে বললেন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, সে সত্য বলেছে- যদিও সে চরম মিথ্যাবাদী।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান-গরীব হাদীস। ইতিপূর্বে 'শয্যা গ্রহণের সময় কি দু'আ পাঠ করবে' শিরোনামে আবু হুরায়রা (রা) সূত্রে এ ধরনের হাদীস অতিবাহিত হয়েছে। আয়াতুল কুরসীর ফযীলত প্রসঙ্গে 'নামায়ের পর কি দু'আ পাঠ করবে' শিরোনামে আরও অনেক হাদীস আসবে। ইন্শা আল্লাহ্।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান-গরীব হাদীস। ইতিপূর্বে 'শয্যা গ্রহণের সময় কি দু'আ পাঠ করবে' শিরোনামে আবু হুরায়রা (রা) সূত্রে এ ধরনের হাদীস অতিবাহিত হয়েছে। আয়াতুল কুরসীর ফযীলত প্রসঙ্গে 'নামায়ের পর কি দু'আ পাঠ করবে' শিরোনামে আরও অনেক হাদীস আসবে। ইন্শা আল্লাহ্।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة آيَة الْكُرْسِيّ وَمَا جَاءَ فِي فَضلهَا
2266- عَن أبي أَيُّوب الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ أَنه كَانَت لَهُ سهوة فِيهَا تمر وَكَانَت تَجِيء الغول فتأخذ مِنْهُ
قَالَ فَشَكا ذَلِك إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم
فَقَالَ اذْهَبْ فَإِذا رَأَيْتهَا فَقل باسم الله أجيبي رَسُول الله قَالَ فَأَخذهَا فَحَلَفت أَن لَا تعود فأرسلها فجَاء إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا فعل
أسيرك قَالَ حَلَفت أَن لَا تعود
قَالَ كذبت وَهِي معاودة للكذب
قَالَ فَأَخذهَا مرّة أُخْرَى فَحَلَفت أَن لَا تعود فأرسلها فجَاء إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا فعل أسيرك قَالَ حَلَفت أَن لَا تعود فَقَالَ كذبت وَهِي معاودة للكذب فَأَخذهَا فَقَالَ مَا أَنا بتاركك حَتَّى أذهب بك إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت إِنِّي ذاكرة لَك شَيْئا آيَة الْكُرْسِيّ اقرأها فِي بَيْتك فَلَا يقربك شَيْطَان وَلَا غَيره فجَاء إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا فعل أسيرك قَالَ فَأخْبرهُ بِمَا قَالَت
قَالَ صدقت وَهِي كذوب
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَتقدم حَدِيث أبي هُرَيْرَة فِيمَا يَقُوله إِذا أَوَى إِلَى فرَاشه وَسَتَأْتِي أَحَادِيث فِي فَضلهَا فِيمَا يَقُوله دبر الصَّلَوَات إِن شَاءَ الله
قَالَ فَشَكا ذَلِك إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم
فَقَالَ اذْهَبْ فَإِذا رَأَيْتهَا فَقل باسم الله أجيبي رَسُول الله قَالَ فَأَخذهَا فَحَلَفت أَن لَا تعود فأرسلها فجَاء إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا فعل
أسيرك قَالَ حَلَفت أَن لَا تعود
قَالَ كذبت وَهِي معاودة للكذب
قَالَ فَأَخذهَا مرّة أُخْرَى فَحَلَفت أَن لَا تعود فأرسلها فجَاء إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا فعل أسيرك قَالَ حَلَفت أَن لَا تعود فَقَالَ كذبت وَهِي معاودة للكذب فَأَخذهَا فَقَالَ مَا أَنا بتاركك حَتَّى أذهب بك إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت إِنِّي ذاكرة لَك شَيْئا آيَة الْكُرْسِيّ اقرأها فِي بَيْتك فَلَا يقربك شَيْطَان وَلَا غَيره فجَاء إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا فعل أسيرك قَالَ فَأخْبرهُ بِمَا قَالَت
قَالَ صدقت وَهِي كذوب
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَتقدم حَدِيث أبي هُرَيْرَة فِيمَا يَقُوله إِذا أَوَى إِلَى فرَاشه وَسَتَأْتِي أَحَادِيث فِي فَضلهَا فِيمَا يَقُوله دبر الصَّلَوَات إِن شَاءَ الله