আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৫৯
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা বাকারা ও আলে ইমরান পাঠের প্রতি উৎসাহ প্রদান এবং আলে ইমরানের শেষাংশ পাঠ করে যারা চিন্তা-গবেষণা করে না, তাদের প্রসঙ্গ
২২৫৯. হযরত উসায়দ ইবন হুযায়র (রা) থেকে বর্ণিত যে, তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্। আমি রাত্রি বেলায় সূরা বাকারা পাঠ করছিলাম, হঠাৎ পিছন দিক থেকে একটি আওয়ায শুনতে পেলাম। আমি মনে করলাম, আমার ঘোড়াটি বুঝি চলে গেল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আতীকের বাবা। তুমি পড়তে থাকতে। উসায়দ বলেন, আমি পিছনে তাকিয়ে দেখলাম একটি প্রদীপের মত কি যেন আসমান-যমীনের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। রাসুলুল্লাহ্ (ﷺ) বারবার বলতে লাগলেন, হে আতীকের বাবা। তুমি পড়তে থাকতে। তিনি শেষে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি পাঠ অব্যাহত রাখতে পারলাম না। রাসূলুল্লাহ তখন বললেন, এরা হল ফিরিশতার দল, সূরা বাকারা পাঠের কারণে এরা অবতরণ করেছিল। শুনে রাখ। তুমি যদি পাঠ অব্যাহত রাখতে, তাহলে অনেক আশ্চর্য ব্যাপার-স্যাপার তুমি দেখতে পেতে।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বুখারী-মুসলিমও এটি হযরত আবু সাঈদ (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন- যা ইতিপূর্বে এসেছে।)
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। বুখারী-মুসলিমও এটি হযরত আবু সাঈদ (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন- যা ইতিপূর্বে এসেছে।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْبَقَرَة وَآل عمرَان وَمَا جَاءَ فِيمَن قَرَأَ آخر آل عمرَان فَلم يتفكر فِيهَا
2259- وَعَن أسيد بن حضير رَضِي الله عَنهُ أَنه قَالَ يَا رَسُول الله بَيْنَمَا أَنا أَقرَأ اللَّيْلَة سُورَة الْبَقَرَة إِذْ سَمِعت وجبة من خَلْفي فَظَنَنْت أَن فرسي انْطلق فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْرَأ أَبَا عتِيك فَالْتَفت فَإِذا مثل الْمِصْبَاح مدلى بَين السَّمَاء وَالْأَرْض وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول اقْرَأ أَبَا عتِيك فَقَالَ يَا رَسُول الله فَمَا اسْتَطَعْت أَن أمضي فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تِلْكَ الْمَلَائِكَة تنزلت لقِرَاءَة سُورَة الْبَقَرَة أما إِنَّك لَو مضيت لرأيت الْعَجَائِب
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ البُخَارِيّ وَمُسلم من حَدِيث أبي سعيد بِنَحْوِهِ وَتقدم
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَرَوَاهُ البُخَارِيّ وَمُسلم من حَدِيث أبي سعيد بِنَحْوِهِ وَتقدم