আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৫৮
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা বাকারা ও আলে ইমরান পাঠের প্রতি উৎসাহ প্রদান এবং আলে ইমরানের শেষাংশ পাঠ করে যারা চিন্তা-গবেষণা করে না, তাদের প্রসঙ্গ
২২৫৮. হযরত আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ তোমরা তোমাদের ঘরে সূরা বাকারা পাঠ কর। কেননা যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, সে ঘরে শয়তান প্রবেশ করে না।
(হাদীসটি হাকিম মওকুফ'রূপে এভাবে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি বুখারী-মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ। হাকিম এ হাদীসটি যাইদা... আসিম ইব্‌ন আবুন নাজওয়াদ... আবুল আহওয়াস আবদুল্লাহ (রা) সূত্রে মারফু'রূপে বর্ণনা করেন।
(হাফিয বলেন)। এ সনদটি পূর্বের সনদের চেয়ে উত্তম। আল্লাহই ভাল জানেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْبَقَرَة وَآل عمرَان وَمَا جَاءَ فِيمَن قَرَأَ آخر آل عمرَان فَلم يتفكر فِيهَا
2258 - وَعَن عبد الله رَضِي الله عَنهُ قَالَ اقرؤوا سُورَة الْبَقَرَة فِي بُيُوتكُمْ فَإِن الشَّيْطَان لَا يدْخل بَيْتا يقْرَأ فِيهِ سُورَة الْبَقَرَة

رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا هَكَذَا وَقَالَ صَحِيح على شَرطهمَا

وَرَوَاهُ عَن زَائِدَة عَن عَاصِم بن أبي النجُود عَن أبي الْأَحْوَص عَن عبد الله فرفعه

قَالَ الْحَافِظ وَهَذَا إِسْنَاد حسن بِمَا تقدم وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৫৮ | মুসলিম বাংলা