আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৪৮
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা ফাতিহা পাঠের প্রতি উৎসাহদান এবং এর ফযীলত প্রসঙ্গ
২২৪৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এক সফরে ছিলেন। পথিমধ্যে এক স্থানে তিনি অবতরণ করলেন। তাঁর পাশেই আর একজন লোক অবতরণ করল। বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) তার দিকে তাকালেন এবং বললেন, আমি কি তোমাকে কুরআনের উত্তম সুরার কথা বলব না? সে বলল, জ্বী হ্যাঁ। তিনি তখন তিলাওয়াত করলেন, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি মুসলিমের। শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْفَاتِحَة وَمَا جَاءَ فِي فَضلهَا
2248- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي مسير فَنزل وَنزل رجل إِلَى جَانِبه قَالَ فَالْتَفت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أَلا أخْبرك بِأَفْضَل الْقُرْآن قَالَ بلَى
فَتلا {الْحَمد لله رب الْعَالمين} الْفَاتِحَة 2
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৪৮ | মুসলিম বাংলা