আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৪৭
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা ফাতিহা পাঠের প্রতি উৎসাহদান এবং এর ফযীলত প্রসঙ্গ
২২৪৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন উবাই ইবন কা'ব (রা)-এর কাছে গেলেন। তিনি তাঁকে ডাক দিয়ে বললেন, হে উবাই। উবাই তখন সালাতে রত ছিলেন। তাই তিনি চোখ তুলে দেখলেন। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) -এর ডাকের জবাব দিলেন না। তিনি হালকাভাবে (ছোট ছোট সূরা দিয়ে) সালাত সম্পন্ন করলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট গিয়ে বললেনঃ আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ। রাসূলুল্লাহ (ﷺ)-ও বললেন, ওয়া আলাইকাস্ সালাম। হে উবাই। আমি যখন তোমাকে ডেকেছিলাম, তখন কিসে আমার ডাকে সাড়া দিতে বাধা দিল? উবাই বললেন, আমি তখন সালাতে রত ছিলাম, ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেন, আল্লাহ্ আমার প্রতি ওহীর মাধ্যমে যা পাঠিয়েছেন, এর মধ্যে তুমি কি এ কথাটি পাওনি? "তোমরা আল্লাহ্ ও রাসূলের ডাকে সাড়া দাও, যখন তোমাদেরকে তাঁরা ডাকেন- এমন বিষয়ের প্রতি যা তোমাদেরকে প্রাণবন্ত করে তুলবে।" উবাই বললেন, জ্বী হ্যাঁ, আমি আর কখনও এমনটি করব না ইনশা আল্লাহ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি চাও যে, আমি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দিই যার তুল্য সূরা তাওরাত, ইন্‌জীল, যাবুর ও কুরআনেও নাযিল হয়নি? উবাই বললেন। আলবৎ ইয়া রাসুলাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, তুমি সালাতে কিভাবে কিরাআত কর? উবাই তখন সূরা ফাতিহা পাঠ করলেন। রাসুলুল্লাহ বললেন, ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন। আল্লাহ্ তাওরাত, ইনজীল, যাবুর ও কুরআনে এরূপ সূরা আর একটিও নাযিল করেন নি। এটি হচ্ছে বারবার পঠিত আয়াত-সপ্তক ও মহান কুরআন যা আমাকে দেয়া হয়েছে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান-সহীহ। ইবন খুযায়মা এবং ইবন হিব্বানও তাঁদের 'সহীহ' গ্রন্থদ্বয়ে একটি বর্ণনা করেছেন। হাকিমও এটি সংক্ষেপে হযরত আবূ হুরায়রা (রা)-এর মাধ্যমে উবাই (রা) থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْفَاتِحَة وَمَا جَاءَ فِي فَضلهَا
2247- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خرج على أبي بن كَعْب فَقَالَ يَا أبي وَهُوَ يُصَلِّي فَالْتَفت أبي فَلم يجبهُ وَصلى أبي فَخفف ثمَّ انْصَرف إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ السَّلَام عَلَيْك يَا رَسُول الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَعَلَيْك السَّلَام مَا مَنعك يَا أبي أَن تُجِيبنِي إِذْ دعوتك فَقَالَ يَا رَسُول الله إِنِّي كنت فِي الصَّلَاة
قَالَ فَلم تَجِد فِيمَا أوحى الله إِلَيّ
أَن اسْتجِيبُوا لله وَلِلرَّسُولِ إِذا دعَاكُمْ لما يُحْيِيكُمْ قَالَ بلَى وَلَا أَعُود إِن شَاءَ الله
قَالَ أَتُحِبُّ أَن أعلمك سُورَة لم ينزل فِي التَّوْرَاة وَلَا فِي الْإِنْجِيل وَلَا فِي الزبُور وَلَا فِي الْفرْقَان مثلهَا قَالَ نعم يَا رَسُول الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَيفَ تقْرَأ فِي الصَّلَاة قَالَ فَقَرَأَ أم الْقُرْآن فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَالَّذِي نَفسِي بِيَدِهِ مَا أنزل الله فِي التَّوْرَاة وَلَا فِي الْإِنْجِيل وَلَا فِي الزبُور وَلَا فِي الْفرْقَان مثلهَا وَإِنَّهَا سبع من المثاني وَالْقُرْآن الْعَظِيم الَّذِي أَعْطيته

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَرَوَاهُ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم بِاخْتِصَار عَن أبي هُرَيْرَة عَن أبي وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৪৭ | মুসলিম বাংলা