আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৪৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা ফাতিহা পাঠের প্রতি উৎসাহদান এবং এর ফযীলত প্রসঙ্গ
২২৪৬. হযরত আবু সাঈদ ইবনুল মু'আল্লা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন মসজিদে সালাতরত ছিলাম, এমন সময় রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে ডাকলেন। কিন্তু আমি কোন জবাব দিলাম না। একটু পরেই আমি তাঁর কাছে আসলাম এবং বললাম, ইয়া রাসুলাল্লাহ। আমি সালাতে রত ছিলাম। তিনি বললেন, আল্লাহ কি একথা বলেন নি? "তোমরা আল্লাহ ও রাসুলের ডাকে সাড়া দাও যখন তাঁরা তোমাদেরকে ডাকেন।" তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তুমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই আমি তোমাকে কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি শিখিয়ে দেব। তারপর তিনি আমার হাত ধরলেন। আমরা যখন বের হতে উদ্যত হলাম, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ। আপনি তো বলেছেনঃঃ যে, আমি তোমাকে কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটি শিক্ষা দেব। তিনি বললেন, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন। এটি হচ্ছে বার বার পঠিত আয়াত-সপ্তক। আর মহান কুরআন, যা আমাকে দেয়া হয়েছে।
(হাদীসটি বুখারী আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْفَاتِحَة وَمَا جَاءَ فِي فَضلهَا
2246 - عَن أبي سعيد بن الْمُعَلَّى رَضِي الله عَنهُ قَالَ كنت أُصَلِّي بِالْمَسْجِدِ فدعاني رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَلم أجبه ثمَّ أَتَيْته فَقلت يَا رَسُول الله إِنِّي كنت أُصَلِّي فَقَالَ ألم يقل الله تَعَالَى {اسْتجِيبُوا لله وَلِلرَّسُولِ إِذا دعَاكُمْ} الْأَنْفَال 42 ثمَّ قَالَ لأعلمنك سُورَة هِيَ أعظم سُورَة فِي الْقُرْآن قبل أَن تخرج من الْمَسْجِد فَأخذ بيَدي فَلَمَّا أردنَا أَن نخرج قلت يَا رَسُول الله إِنَّك قلت لأعلمنك أعظم سُورَة فِي الْقُرْآن
قَالَ الْحَمد لله رب الْعَالمين هِيَ السَّبع المثاني وَالْقُرْآن الْعَظِيم الَّذِي أُوتِيتهُ
رَوَاهُ البُخَارِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
قَالَ الْحَمد لله رب الْعَالمين هِيَ السَّبع المثاني وَالْقُرْآن الْعَظِيم الَّذِي أُوتِيتهُ
رَوَاهُ البُخَارِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه