আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৪২
অধ্যায়ঃ কুরআন পাঠ
কুরআনের প্রতি সজাগ দৃষ্টি রাখা ও মধুর স্বরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান
২২৪২. হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের সুকন্ঠের দ্বারা কুরআনকে অলঙ্কৃত কর।
হাদীসটি আবু দাউদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। (খাত্তাবী (র) বলেন)ঃ হাদীসটির অর্থ হলঃ তোমরা কুরআন দ্বারা তোমাদের স্বরকে মাধুর্যমণ্ডিত কর। হাদীস বিশেষজ্ঞদের অনেকেই এ ব্যাখ্যা করেছেন। তাঁদের ধারণায় এখানে কাল পদ্ধতি তথা বিপরীত উপস্থাপনের নিয়ম পালন করা হয়েছে। আরবী ভাষায় এর অনেক দৃষ্টান্ত রয়েছে। এ দৃষ্টান্তসমূহ উপস্থাপনের পর খাত্তাবী শুবা থেকে বর্ণনা করেন যে, শুবা বলেছেনঃ আইয়ূব আমাকে হাদীসটি "তোমরা তোমাদের কণ্ঠদ্বারা কুরআনকে অলঙ্কৃত কর" এভাবে বর্ণনা করতে নিষেধ করেছেন।
খাত্তাবী বলেন, এ হাদীসটি মা’মার মানসূর ও তালহা থেকে বর্ণনা করেছেন এবং এভাবে বলেছেনঃ তোমরা নিজেদের কণ্ঠকে কুরআন দ্বারা মাধুর্যমণ্ডিত কর। আর এটিই শুদ্ধ। মুহাম্মদ ইবন হাশিম... দারী আবদুর রায্‌যাক... মা’মার... মনসূর... তালহা... আবদুর রহমান ইবন আউসাজা... বারা (রা) সূত্রে বর্ণিত যে, রাসুলুল্লাহ (সা) বলেছেনঃ তোমরা কুরআন দ্বারা তোমাদের কণ্ঠকে মাধুর্যমণ্ডিত কর। হাদীসটির মর্ম এই হবেঃ "তোমরা নিজেদের কণ্ঠকে কুরআন পাঠে ব্যস্ত রাখ, একে তোমাদের প্রতীক ও অলঙ্কার স্বরূপ বানিয়ে নাও।"
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي تعاهد الْقُرْآن وتحسين الصَّوْت بِهِ
2242- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زَينُوا الْقُرْآن بِأَصْوَاتِكُمْ

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
قَالَ الْخطابِيّ مَعْنَاهُ زَينُوا أَصْوَاتكُم بِالْقُرْآنِ
هَكَذَا فسره غير وَاحِد من أَئِمَّة الحَدِيث وَزَعَمُوا أَنه من بَاب المقلوب كَمَا قَالُوا عرضت النَّاقة على الْحَوْض أَي عرضت الْحَوْض على النَّاقة وكقولهم إِذا طلعت الشعرى واستوى الْعود على الحرباء أَي اسْتَوَت الحرباء على الْعود ثمَّ روى بِإِسْنَادِهِ عَن شُعْبَة قَالَ نهاني أَيُّوب أَن أحدث زَينُوا الْقُرْآن بِأَصْوَاتِكُمْ
قَالَ وَرَوَاهُ معمر عَن مَنْصُور عَن طَلْحَة فَقدم الْأَصْوَات على الْقُرْآن وَهُوَ الصَّحِيح أخبرناه مُحَمَّد بن هَاشم حَدثنَا الديري عَن عبد الرَّزَّاق أَنبأَنَا معمر عَن مَنْصُور عَن طَلْحَة عَن عبد الرَّحْمَن بن عَوْسَجَة عَن الْبَراء أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ زَينُوا أَصْوَاتكُم بِالْقُرْآنِ وَالْمعْنَى اشغلوا أَصْوَاتكُم بِالْقُرْآنِ والهجوا بِهِ واتخذوه شعارا وزينة انْتهى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৪২ | মুসলিম বাংলা