আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৪৩
অধ্যায়ঃ কুরআন পাঠ
কুরআনের প্রতি সজাগ দৃষ্টি রাখা ও মধুর স্বরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান
২২৪৩. হযরত সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি যে, নিশ্চয়ই-এ কুরআন মর্মভেদীরূপে নাযিল হয়েছে। তাই তোমরা যখন তা পাঠ করবে, তখন ক্রন্দন করবে। যদি ক্রন্দন করতে না পার, তবে অন্ততঃ ক্রন্দনভাব ধারণ করবে এবং সুমধুর কণ্ঠে তা পাঠ করবে। কেননা যে ব্যক্তি সুমধুর কন্ঠে কুরআন পাঠ করে না, সে আমাদের কেউ নয়।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
(হাদীসটি ইবন মাজাহ বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي تعاهد الْقُرْآن وتحسين الصَّوْت بِهِ
2243- وَرُوِيَ عَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِن هَذَا الْقُرْآن نزل بحزن فَإِذا قرأتموه فابكوا فَإِن لم تبكوا فتباكوا وَتَغَنوا بِهِ فَمن لم يَتَغَنَّ بِالْقُرْآنِ فَلَيْسَ منا
رَوَاهُ ابْن مَاجَه
رَوَاهُ ابْن مَاجَه