আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৪১
অধ্যায়ঃ কুরআন পাঠ
কুরআনের প্রতি সজাগ দৃষ্টি রাখা ও মধুর স্বরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান
২২৪১. ইমাম আহমদ, ইবন মাজাহ, ইবন হিব্বান তাঁর সহীহ গ্রন্থে এবং হাকিম ও বায়হাকী ফুযালা ইবন উবায়দ (রা) থেকে বর্ণনা করেছেন যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ সুকন্ঠের অধিকারী কোন মানুষের কুরআন তিলাওয়াতের প্রতি আল্লাহ্ অধিকতর মনযোগ দিয়ে থাকেন। যতটুকু মনযোগ কোন গায়িকার মালিক আপন গায়িকার কণ্ঠের প্রতি দিয়ে থাকে।
হাকিম বলেন, হাদীসটি বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي تعاهد الْقُرْآن وتحسين الصَّوْت بِهِ
2241- وروى الإِمَام أَحْمد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ عَن فضَالة بن عبيد أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لله أَشد أذنا للرجل الْحسن الصَّوْت بِالْقُرْآنِ من صَاحب الْقَيْنَة إِلَى قَيْنَته

وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৪১ | মুসলিম বাংলা