আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৪০
অধ্যায়ঃ কুরআন পাঠ
কুরআনের প্রতি সজাগ দৃষ্টি রাখা ও মধুর স্বরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান
২২৪০. ইবন জারীর তাবারী এ হাদীসটি সহীহ সনদে বর্ণনা করেছেন। এতে তিনি বলেছেনঃ মধুর কন্ঠের অধিকারী কোন নবীর কুরআন পাঠের প্রতি আল্লাহ্ যতটুকু মনযোগ দেন, অন্য কিছু শোনার প্রতি তিনি এত মনযোগ দেন না।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي تعاهد الْقُرْآن وتحسين الصَّوْت بِهِ
2240- وروى ابْن جرير الطَّبَرِيّ هَذَا الحَدِيث بِإِسْنَاد صَحِيح وَقَالَ فِيهِ مَا أذن الله لشَيْء مَا أذن لنَبِيّ حسن الترنم بِالْقُرْآنِ