আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৩৯
অধ্যায়ঃ কুরআন পাঠ
কুরআনের প্রতি সজাগ দৃষ্টি রাখা ও মধুর স্বরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান
২২৩৯. হযরত আবু হুরায়রা (বা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ কোন কথা এমন কান পেতে শোনেন না যেমন কান পেতে (মনযোগ সহকারে) শোনেন কোন নবীর মধুর স্বরে সরবে কুরআন পাঠ।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা মুসলিমের। আবু দাউদ এবং নাসাঈও এটি বর্ণনা করেছেন।
(হাফিয) বলেনঃ اذن শব্দের ذ -এর নীচে যের অর্থাৎ মানুষের কথা থেকে যা কিছু শোনা হয়। যেমন আল্লাহ্ শোনেন ঐ ব্যক্তির কুরআন পাঠ যে মধুর স্বরে অর্থাৎ সুন্দর সুললিত কণ্ঠে কুরআন পাঠ করে।
সুফিয়ান ইবন উয়ায়না এবং অন্যান্যদের মতে কুরআন পাঠ সুললিত কণ্ঠ ব্যতীত পরিত্যক্ত।)
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা মুসলিমের। আবু দাউদ এবং নাসাঈও এটি বর্ণনা করেছেন।
(হাফিয) বলেনঃ اذن শব্দের ذ -এর নীচে যের অর্থাৎ মানুষের কথা থেকে যা কিছু শোনা হয়। যেমন আল্লাহ্ শোনেন ঐ ব্যক্তির কুরআন পাঠ যে মধুর স্বরে অর্থাৎ সুন্দর সুললিত কণ্ঠে কুরআন পাঠ করে।
সুফিয়ান ইবন উয়ায়না এবং অন্যান্যদের মতে কুরআন পাঠ সুললিত কণ্ঠ ব্যতীত পরিত্যক্ত।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي تعاهد الْقُرْآن وتحسين الصَّوْت بِهِ
2239- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أذن الله لشَيْء كَمَا أذن لنَبِيّ حسن الصَّوْت يتَغَنَّى بِالْقُرْآنِ يجْهر بِهِ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
قَالَ الْحَافِظ أذن بِكَسْر الذَّال أَي مَا اسْتمع لشَيْء من كَلَام النَّاس كَمَا اسْتمع الله إِلَى
من يتَغَنَّى بِالْقُرْآنِ أَي يحسن بِهِ صَوته
وَذهب سُفْيَان بن عُيَيْنَة وَغَيره إِلَى أَنه من الِاسْتِغْنَاء وَهُوَ مَرْدُود
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
قَالَ الْحَافِظ أذن بِكَسْر الذَّال أَي مَا اسْتمع لشَيْء من كَلَام النَّاس كَمَا اسْتمع الله إِلَى
من يتَغَنَّى بِالْقُرْآنِ أَي يحسن بِهِ صَوته
وَذهب سُفْيَان بن عُيَيْنَة وَغَيره إِلَى أَنه من الِاسْتِغْنَاء وَهُوَ مَرْدُود