আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৩৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
কুরআনের প্রতি সজাগ দৃষ্টি রাখা ও মধুর স্বরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান
২২৩৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ কুরআনের বাহকের উদাহরণ হল রশিতে বাঁধা উটের মালিকের ন্যায়, যদি সে এর প্রতি সজাগ দৃষ্টি রাখে, তবে আবদ্ধ রাখতে পারবে। আর যদি একে ছেড়ে দেয়, তবে সে পালিয়ে যাবে।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
এক বর্ণনায় মুসলিম এ অংশটুকু অতিরিক্ত বর্ণনা করেছেনঃ কুরআনের বাহক যখন দাঁড়িয়ে রাত-দিন কুরআন পড়তে থাকবে, তখন সে তা স্মরণ রাখতে পারবে। আর যদি সে তা না করে, তবে ভুলে যাবে।)
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।
এক বর্ণনায় মুসলিম এ অংশটুকু অতিরিক্ত বর্ণনা করেছেনঃ কুরআনের বাহক যখন দাঁড়িয়ে রাত-দিন কুরআন পড়তে থাকবে, তখন সে তা স্মরণ রাখতে পারবে। আর যদি সে তা না করে, তবে ভুলে যাবে।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي تعاهد الْقُرْآن وتحسين الصَّوْت بِهِ
2236- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِنَّمَا مثل صَاحب الْقُرْآن كَمثل الْإِبِل المعقلة إِن عَاهَدَ عَلَيْهَا أمْسكهَا وَإِن أطلقها ذهبت
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَزَاد مُسلم فِي رِوَايَة وَإِذا قَامَ صَاحب الْقُرْآن فقرأه بِاللَّيْلِ وَالنَّهَار ذكره وَإِذا لم يقم بِهِ نَسيَه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَزَاد مُسلم فِي رِوَايَة وَإِذا قَامَ صَاحب الْقُرْآن فقرأه بِاللَّيْلِ وَالنَّهَار ذكره وَإِذا لم يقم بِهِ نَسيَه