আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৩৭
অধ্যায়ঃ কুরআন পাঠ
কুরআনের প্রতি সজাগ দৃষ্টি রাখা ও মধুর স্বরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান
২২৩৭. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কারো জন্য একথা বলা খুবই জঘন্য যে, আমি অমুক অমুক আয়াত ভুলে গিয়েছি। বরং সে যেন বলে যে, তাকে ভুলিয়ে দেয়া হয়েছে। তোমরা কুরআন স্মরণ রাখার জন্য এর খুব চর্চা করবে। কেননা এটি মানুষের অন্তর থেকে রশিতে বাঁধা উটের চেয়েও বেশি পলায়নপর।
(হাদীসটি বুখারী এভাবে বর্ণনা করেছেন। মুসলিম এটি মাওকুফরূপে বর্ণনা করেছেন।)
(হাদীসটি বুখারী এভাবে বর্ণনা করেছেন। মুসলিম এটি মাওকুফরূপে বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي تعاهد الْقُرْآن وتحسين الصَّوْت بِهِ
2237- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بئْسَمَا لاحدهم يَقُول نسيت آيَة كَيْت وَكَيْت بل هُوَ نسي استذكروا الْقُرْآن فَلَهو أَشد تفصيا من صُدُور الرِّجَال من النعم بعقلها
رَوَاهُ البُخَارِيّ هَكَذَا وَمُسلم مَوْقُوفا
رَوَاهُ البُخَارِيّ هَكَذَا وَمُسلم مَوْقُوفا