আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৩৩
অধ্যায়ঃ কুরআন পাঠ
কুরআন শিখার পর তা ভুলে যাওয়ার ব্যাপারে সতর্কবাণী এবং যার ভিতর কুরআনের কোন অংশই নেই, তার প্রসঙ্গ
২২৩৩. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের পুণ্যসমূহ আমার সামনে উপস্থিত করা হয়েছিল। এমনকি কোন ব্যক্তি মসজিদ থেকে আবর্জনা পরিষ্কার করে যে পুণ্যটি লাভ করে, তাও আমাকে দেখানো হয়েছে। অপরদিকে আমার উম্মতের গুনাহসমূহও আমার সামনে উপস্থিত করা হয়েছিল। এ মধ্যে কেউ কুরআনের কোন সূরা অথবা আয়াত শিখে তা ভুলে গেলে যে গুনাহ হয়, এর চেয়ে বড় কোন গুনাহ আমি দেখতে পাইনি।
(হাদীসটি আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। তাঁরা সবাই এটি মুত্তালিব ইব্ন আবদুল্লাহ ইবন হান্তাব সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। (এ কিতাবের শ্রুতি লিখিক)
হাফিয বলেনঃ 'মসজিদ পরিচ্ছন্ন রাখা' শিরোনামে এ হাদীসের উপর ইতিপূর্বেই আলোকপাত করা হয়েছে।)
(হাদীসটি আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। তাঁরা সবাই এটি মুত্তালিব ইব্ন আবদুল্লাহ ইবন হান্তাব সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। (এ কিতাবের শ্রুতি লিখিক)
হাফিয বলেনঃ 'মসজিদ পরিচ্ছন্ন রাখা' শিরোনামে এ হাদীসের উপর ইতিপূর্বেই আলোকপাত করা হয়েছে।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْهِيب من نِسْيَان الْقُرْآن بعد تعلمه وَمَا جَاءَ فِيمَن لَيْسَ فِي جَوْفه مِنْهُ شَيْء
2233- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عرضت عَليّ أجور أمتِي حَتَّى القذاة يُخرجهَا الرجل من الْمَسْجِد وَعرضت عَليّ ذنُوب أمتِي فَلم أر ذَنبا أعظم من سُورَة من الْقُرْآن أَو آيَة أوتيها رجل ثمَّ نَسِيَهَا
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه كلهم من رِوَايَة الْمطلب بن عبد الله بن حنْطَب عَن أنس
قَالَ الْحَافِظ وَتقدم الْكَلَام عَلَيْهِ فِي تنظيف الْمَسَاجِد
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه كلهم من رِوَايَة الْمطلب بن عبد الله بن حنْطَب عَن أنس
قَالَ الْحَافِظ وَتقدم الْكَلَام عَلَيْهِ فِي تنظيف الْمَسَاجِد