আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৩২
অধ্যায়ঃ কুরআন পাঠ
কুরআন শিখার পর তা ভুলে যাওয়ার ব্যাপারে সতর্কবাণী এবং যার ভিতর কুরআনের কোন অংশই নেই, তার প্রসঙ্গ
২২৩২. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, (মর্যাদার দিক থেকে) সবচাইতে ছোট্র ঘর হল ঐ ঘরটি যাতে কুরআনের কোন অংশ নেই।
(হাদীসটি হাকিম মাওকূফরূপে বর্ণনা করেছেন। হাকিম বলেন, কেউ কেউ এটি মারফূরূপেও বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْهِيب من نِسْيَان الْقُرْآن بعد تعلمه وَمَا جَاءَ فِيمَن لَيْسَ فِي جَوْفه مِنْهُ شَيْء
2232- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ إِن أَصْغَر الْبيُوت بَيت لَيْسَ فِيهِ شَيْء من كتاب الله

رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا وَقَالَ رَفعه بَعضهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৩২ | মুসলিম বাংলা