আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৩১
অধ্যায়ঃ কুরআন পাঠ
কুরআন শিখার পর তা ভুলে যাওয়ার ব্যাপারে সতর্কবাণী এবং যার ভিতর কুরআনের কোন অংশই নেই, তার প্রসঙ্গ
২২৩১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তির পেটে কুরআনের কোন অংশই নেই, তা অবশ্যই উজাড় গৃহের ন্যায়।
(হাদীসটি তিরমিযী ও হাকিম উভয়েই কাবুস ইবন আবূ যুবিয়ান সূত্রে তাঁর পিতার মাধ্যমে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ বিশুদ্ধ। তিরমিযীও বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
(হাদীসটি তিরমিযী ও হাকিম উভয়েই কাবুস ইবন আবূ যুবিয়ান সূত্রে তাঁর পিতার মাধ্যমে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটির সনদ বিশুদ্ধ। তিরমিযীও বলেন, হাদীসটি হাসান-সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْهِيب من نِسْيَان الْقُرْآن بعد تعلمه وَمَا جَاءَ فِيمَن لَيْسَ فِي جَوْفه مِنْهُ شَيْء
2231- عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله إِن الَّذِي لَيْسَ فِي
جَوْفه شَيْء من الْقُرْآن كلبيت الخرب
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من طَرِيق قَابُوس بن أبي ظبْيَان عَن أَبِيه عَن ابْن عَبَّاس وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح
جَوْفه شَيْء من الْقُرْآن كلبيت الخرب
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم كِلَاهُمَا من طَرِيق قَابُوس بن أبي ظبْيَان عَن أَبِيه عَن ابْن عَبَّاس وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح