আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২২৭
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২৭. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি একবার স্বপ্ন দেখলেন যে, তিনি সূরা 'সাদ' লিখছেন। যখন তিনি সিজদার আয়াতে পৌঁছলেন, দেখলেন যে, দোয়াত-কলম ও তাঁর কাছে যা কিছু ছিল, সবই সিজদায় নিপতিত। হযরত আবু সাঈদ (রা) বলেন, আমি এ স্বপ্নের কথাটি নবী করীম (ﷺ) -এর কাছে বললাম। তখন থেকে তিনি বরাবর এ আয়াতের তিলাওয়াতে সিজদা করে গেছেন।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের বর্ণনাকারীগণই।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের বর্ণনাকারীগণই।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2227- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَنه رأى رُؤْيا أَنه يكْتب ص فَلَمَّا بلغ إِلَى سجدتها قَالَ رأى الدواة والقلم وكل شَيْء بِحَضْرَتِهِ انْقَلب سَاجِدا
قَالَ فقصصتها على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَلم يزل يسْجد بهَا
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
قَالَ فقصصتها على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَلم يزل يسْجد بهَا
رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح