আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২২৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আদম সন্তান যখন সিজদার আয়াত তিলাওয়াত করে ও সিজদায় যায়, শয়তান তখন কাঁদতে কাঁদতে সরে যায় ও বলতে থাকে। হায় দুর্ভাগা।
অন্য বর্ণনায়ঃ হায় আমার দুর্ভাগ্য। আদম সন্তানকে সিজদার নির্দেশ দেয়া হল, সাথে সাথে সে সিজদা করল আর জান্নাত পেয়ে গেল। আর আমাকে সিজদার নির্দেশ দেয়া হয়েছিল, তখন আমি অস্বীকার করলাম, আর আমার জন্য জাহান্নাম রইলো।
(হাদীসটি মুসলিম ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বায্যারও এটি হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন। তাবারানী এ হাদীসটি আবু ইসহাকের মাধ্যমে হযরত ইবন মাসউদ (রা) থেকে মাওকুফরূপে এভাবে বর্ণনা করেছেনঃ হযরত ইবন মাসউদ (রা) বলেন, শয়তান যখন আদম সন্তানকে সিজদারত অবস্থায় দেখে, তখন চীৎকার করতে থাকে এবং বলতে থাকে, হায় দুর্ভাগ্য। হায় শয়তানের দুর্ভাগ্য!! আল্লাহ আদম সন্তানকে সিজদার নির্দেশ দিয়েছেন যে, সে জান্নাত পাবে। সে এ নির্দেশের অনুগত হল। আমাকে সিজদার নির্দেশ দিয়েছিলেন। আমি অবাধ্যতা করেছিলাম, তাই আমার জন্য জাহান্নাম।)
অন্য বর্ণনায়ঃ হায় আমার দুর্ভাগ্য। আদম সন্তানকে সিজদার নির্দেশ দেয়া হল, সাথে সাথে সে সিজদা করল আর জান্নাত পেয়ে গেল। আর আমাকে সিজদার নির্দেশ দেয়া হয়েছিল, তখন আমি অস্বীকার করলাম, আর আমার জন্য জাহান্নাম রইলো।
(হাদীসটি মুসলিম ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বায্যারও এটি হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন। তাবারানী এ হাদীসটি আবু ইসহাকের মাধ্যমে হযরত ইবন মাসউদ (রা) থেকে মাওকুফরূপে এভাবে বর্ণনা করেছেনঃ হযরত ইবন মাসউদ (রা) বলেন, শয়তান যখন আদম সন্তানকে সিজদারত অবস্থায় দেখে, তখন চীৎকার করতে থাকে এবং বলতে থাকে, হায় দুর্ভাগ্য। হায় শয়তানের দুর্ভাগ্য!! আল্লাহ আদম সন্তানকে সিজদার নির্দেশ দিয়েছেন যে, সে জান্নাত পাবে। সে এ নির্দেশের অনুগত হল। আমাকে সিজদার নির্দেশ দিয়েছিলেন। আমি অবাধ্যতা করেছিলাম, তাই আমার জন্য জাহান্নাম।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2226- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا قَرَأَ ابْن آدم السَّجْدَة فَسجدَ اعتزل الشَّيْطَان يبكي يَقُول يَا ويله
وَفِي رِوَايَة يَا ويلي أَمر ابْن آدم بِالسُّجُود فَسجدَ فَلهُ الْجنَّة وَأمرت بِالسُّجُود فأبيت فلي النَّار
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث أنس
وَرَوَاهُ الطَّبَرَانِيّ عَن أبي إِسْحَاق عَن ابْن مَسْعُود مَوْقُوفا قَالَ إِذا رأى الشَّيْطَان ابْن آدم سَاجِدا صَاح وَقَالَ يَا ويله يَا ويل الشَّيْطَان أَمر الله ابْن آدم أَن يسْجد وَله الْجنَّة فأطاع وَأَمرَنِي أَن أَسجد فعصيت فلي النَّار
وَفِي رِوَايَة يَا ويلي أَمر ابْن آدم بِالسُّجُود فَسجدَ فَلهُ الْجنَّة وَأمرت بِالسُّجُود فأبيت فلي النَّار
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث أنس
وَرَوَاهُ الطَّبَرَانِيّ عَن أبي إِسْحَاق عَن ابْن مَسْعُود مَوْقُوفا قَالَ إِذا رأى الشَّيْطَان ابْن آدم سَاجِدا صَاح وَقَالَ يَا ويله يَا ويل الشَّيْطَان أَمر الله ابْن آدم أَن يسْجد وَله الْجنَّة فأطاع وَأَمرَنِي أَن أَسجد فعصيت فلي النَّار