আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৯১
পরিচ্ছেদ
২১৯১. হযরত সুওয়ায়িদ ইব্ন মুক্বার্রিন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন অন্যায়ের প্রতিকারার্থে নিহত হলো, সে শহীদ।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
فصل
2191- وَعَن سُوَيْد بن مقرن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قتل دون مظلمته فَهُوَ شَهِيد
رَوَاهُ النَّسَائِيّ
رَوَاهُ النَّسَائِيّ
