আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৯১
পরিচ্ছেদ
২১৯১. হযরত সুওয়ায়িদ ইব্‌ন মুক্বার্‌রিন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন অন্যায়ের প্রতিকারার্থে নিহত হলো, সে শহীদ।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
فصل
2191- وَعَن سُوَيْد بن مقرن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قتل دون مظلمته فَهُوَ شَهِيد

رَوَاهُ النَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৯১ | মুসলিম বাংলা