আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৯০
অধ্যায়ঃ জিহাদ
পরিচ্ছেদ
২১৯০. তিরমিযী ও অন্যান্যদের একটি বর্ণনায় রাবী বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে শুনেছি, তিনি বলেছেনঃ যে ব্যক্তির সম্পদে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা হলো এবং সে দুবৃত্তদের মুকাবিলা করে নিহত হলো, সে ব্যক্তি শাহাদতের মর্যাদাপ্রাপ্ত হবে।
নাসাঈর একটি বর্ণনায় রয়েছে। যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে মযলুমরূপে নিহত হলো, সে শহীদ।
নাসাঈর একটি বর্ণনায় রয়েছে। যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে মযলুমরূপে নিহত হলো, সে শহীদ।
كتاب الْجِهَاد
فصل
2190- وَفِي رِوَايَة لِلتِّرْمِذِي وَغَيره قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أُرِيد مَاله بِغَيْر حق فقاتل فَقتل فَهُوَ شَهِيد
وَفِي رِوَايَة للنسائي من قتل دون مَاله مَظْلُوما فَهُوَ شَهِيد
وَفِي رِوَايَة للنسائي من قتل دون مَاله مَظْلُوما فَهُوَ شَهِيد