আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৯২
পরিচ্ছেদ
২১৯২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্। কোন ব্যক্তি আমার সম্পদ ছিনিয়ে নিতে আসল, এ সম্পর্কে আপনি কি বলেন? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি তোমার সম্পদ তাকে ছেড়ে দেবে না। লোকটি বলল, যদি সে আমার সাথে লড়াই করে, তবে আপনার কি অভিমত? তিনি বললেন, তুমিও তার সাথে লড়াই করবে। লোকটি বলল, ঐ লোকটি যদি আমাকে হত্যা করে, তবে আপনার কি ফায়সালা? তিনি বললেন, তখন তুমি শহীদ হয়ে যাবে। সে লোকটি বলল, আমি যদি তাকে হত্যা করি, এ সম্পর্কে আপনার কি কথা? তিনি বললেনঃ সে হবে জাহান্নামী।
(হাদীসটি মুসলিম ও নাসাঈ বর্ণনা করেছেন। নাসাঈ বর্ণিত শব্দমালা নিম্নরূপঃ
হযরত আবূ হুরায়রা (রা) বলেনঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ। আমার সম্পদে যদি অন্যায়ভাবে দাবি করা হয়, সে সম্পর্কে আপনার কী অভিমত? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তুমি তাকে আল্লাহর কসম দাও। লোকটি বলল, সে যদি আমার কথা অগ্রাহ্য করে? তিনি বললেন, তুমি তাকে আল্লাহর কসম দাও। লোকটি বলল, তারপরও যদি সে আমার কসম অগ্রাহ্য করে? তিনি বললেন, তুমি তাকে আল্লাহর কসম দাও। লোকটি বলল, সে যদি আমার কথা অগ্রাহ্য করে? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তখন তুমি তার সাথে লড়াই করবে। যদি তুমি নিহত হও, জান্নাতে যাবে আর যদি তুমি হত্যা কর, সে জাহান্নামে যাবে।
فصل
2192- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَرَأَيْت إِن جَاءَ رجل يُرِيد أَخذ مَالِي قَالَ فَلَا تعطه مَالك
قَالَ أَرَأَيْت إِن
قاتلني قَالَ قَاتله
قَالَ أَرَأَيْت إِن قتلني قَالَ فَأَنت شَهِيد
قَالَ أَرَأَيْت إِن قتلته قَالَ هُوَ فِي النَّار

رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَلَفظه قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله أَرَأَيْت إِن عدي على مَالِي قَالَ فانشد بِاللَّه
قَالَ فَإِن أَبَوا عَليّ قَالَ فانشد بِاللَّه
قَالَ فَإِن أَبَوا عَليّ قَالَ فانشد بِاللَّه
قَالَ فَإِن أَبَوا عَليّ قَالَ فقاتل فَإِن قتلت فَفِي الْجنَّة وَإِن قتلت فَفِي النَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৯২ | মুসলিম বাংলা