আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৮৪
পরিচ্ছেদ
২১৮৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যুদ্ধ আর প্লেগ ছাড়া আমার উম্মত অন্য কিছুতে নিঃশেষিত হবে না। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্। যুদ্ধ তো আমরা বুঝতে পারলাম, তবে প্লেগ কি? তিনি বললেনঃ উটের শরীরের মাংসগ্রন্থির মত এটি একটি মাংসগ্রন্থি। প্লেগাক্রান্ত স্থানে অবস্থানকারী শাহাদতের মর্যাদা পাবে। প্লেগ থেকে পলায়নকারী যুদ্ধ থেকে পলায়নকারীর মত।
(হাদীসটি আহমদ, আবু ইয়ালা ও তাবারানী বর্ণনা করেছেন।)
فصل
2184- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تفنى أمتِي إِلَّا بالطعن والطاعون
قلت يَا رَسُول الله هَذَا الطعْن قد عَرفْنَاهُ فَمَا الطَّاعُون قَالَ غُدَّة كَغُدَّة الْبَعِير الْمُقِيم بهَا كالشهيد والفار مِنْهُ كالفار من الزَّحْف

رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৮৪ | মুসলিম বাংলা