আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৮৩
পরিচ্ছেদ
২১৮৩. হযরত উতবা ইব্ন আবদ (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ স্বাভাবিক মৃত ও শহীদগণ প্লেগরোগে মৃত ব্যক্তিদের কাছে আসবে। প্লেগাক্রান্ত ব্যক্তিগণ বলবে, আমরাও শহীদ। অতঃপর বলা হবে, খেয়াল কর, যদি প্লেগাক্রান্ত ব্যক্তিদের ক্ষতস্থান থেকে শহীদদের অনুরূপ মিশ্কের মত সুগন্ধিময় রক্ত প্রবাহিত হতে থাকে, তাহলে তারাও শহীদ। তখন এদেরকে সে রকমই পাওয়া যাবে।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে ইসমাঈল, ইবন আইয়্যাশ সূত্রে বর্ণনা করেছেন। এতে কোন ত্রুটি নেই। কেননা সিরিয়াবাসীদের সূত্রে ইসমাঈল ইবন আইয়্যাশের যেসব হাদীস বর্ণনা করা হয়, এগুলো গ্রহণযোগ্য। আর এ বর্ণনাটি সিরিয়াবাসীদের সূত্রেই বর্ণিত। পূর্বে বর্ণিত ইরবাযের হাসীসটিও এর সমর্থন করে।)
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে ইসমাঈল, ইবন আইয়্যাশ সূত্রে বর্ণনা করেছেন। এতে কোন ত্রুটি নেই। কেননা সিরিয়াবাসীদের সূত্রে ইসমাঈল ইবন আইয়্যাশের যেসব হাদীস বর্ণনা করা হয়, এগুলো গ্রহণযোগ্য। আর এ বর্ণনাটি সিরিয়াবাসীদের সূত্রেই বর্ণিত। পূর্বে বর্ণিত ইরবাযের হাসীসটিও এর সমর্থন করে।)
فصل
2183 - وَعَن عتبَة بن عبد رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَأْتِي الشُّهَدَاء والمتوفون بالطاعون فَيَقُول أَصْحَاب الطَّاعُون نَحن شُهَدَاء فَيَقُول انْظُرُوا فَإِن كَانَت جراحهم كجراح الشُّهَدَاء تسيل دَمًا كريح الْمسك فهم شُهَدَاء فيجدونهم كَذَلِك
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ فِيهِ إِسْمَاعِيل بن عَيَّاش رِوَايَته عَن الشاميين مَقْبُولَة وَهَذَا مِنْهَا وَيشْهد لَهُ حَدِيث الْعِرْبَاض قبله
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لَا بَأْس بِهِ فِيهِ إِسْمَاعِيل بن عَيَّاش رِوَايَته عَن الشاميين مَقْبُولَة وَهَذَا مِنْهَا وَيشْهد لَهُ حَدِيث الْعِرْبَاض قبله
