আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৮২
পরিচ্ছেদ
২১৮২. হযরত ইরবায ইবন সারিয়া (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ শহীদ ও নিজ গৃহে স্বাভাবিক মৃত্যুবরণকারী ব্যক্তিগণ আল্লাহর কাছে প্লেগরোগে মৃত ব্যক্তিদের সম্পর্কে ঝগড়া করবে। শহীদ ব্যক্তিবর্গ বলবে, আমাদের মত তাদেরকেও হত্যা করা হয়েছে। নিজ গৃহে মৃত ব্যক্তিগণ বলবে, আমাদের এসব ভাইয়েরা আমাদের মতই স্বাভাবিকভাবে গৃহে মৃত্যুবরণ করেছে। তখন মহান আল্লাহ্ বলবেনঃ তোমরা এদের ক্ষতস্থানের দিকে লক্ষ্য কর। যদি এদের ক্ষত যুদ্ধে নিহত ব্যক্তিদের আঘাতের অনুরূপ হয়, তাহলে এরা তাদের সাথী ও তাদের অন্তর্ভুক্ত। তখন দেখা যাবে প্লেগাক্রান্ত ব্যক্তিদের ক্ষত শহীদদের আঘাতের অনুরূপ।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
فصل
2182- وَعَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يخْتَصم
الشُّهَدَاء والمتوفون على فرشهم إِلَى رَبنَا فِي الَّذين يتوفون فِي الطَّاعُون فَيَقُول الشُّهَدَاء قتلوا كَمَا قتلنَا
وَيَقُول المتوفون على فرشهم إِخْوَاننَا مَاتُوا على فرشهم كَمَا متْنا فَيَقُول رَبنَا تبَارك وَتَعَالَى انْظُرُوا إِلَى جراحهم فَإِن أشبهت جراح المقتولين فَإِنَّهُم مِنْهُم وَمَعَهُمْ فَإِذا جراحهم قد أشبهت جراحهم
رَوَاهُ النَّسَائِيّ
الشُّهَدَاء والمتوفون على فرشهم إِلَى رَبنَا فِي الَّذين يتوفون فِي الطَّاعُون فَيَقُول الشُّهَدَاء قتلوا كَمَا قتلنَا
وَيَقُول المتوفون على فرشهم إِخْوَاننَا مَاتُوا على فرشهم كَمَا متْنا فَيَقُول رَبنَا تبَارك وَتَعَالَى انْظُرُوا إِلَى جراحهم فَإِن أشبهت جراح المقتولين فَإِنَّهُم مِنْهُم وَمَعَهُمْ فَإِذا جراحهم قد أشبهت جراحهم
رَوَاهُ النَّسَائِيّ
