আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৮১
পরিচ্ছেদ
২১৮১. হযরত আবূ মূসা (রা)-এর ভাই আবু বুরদা ইবন কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ হে আল্লাহ্। আমার উম্মতকে আপনার রাস্তায় যুদ্ধ ও প্লেগ রোগের দ্বারা মৃত্যু দান করুন।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন। তাবারানী এটি 'কবীর' গ্রন্থে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, হাদীসটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত।)
فصل
2181- وَعَن أبي بردة بن قيس أخي أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ اجْعَل فنَاء أمتِي قتلا فِي سَبِيلك بالطعن والطاعون

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرَوَاهُ الْحَاكِم من حَدِيث أبي مُوسَى وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৮১ | মুসলিম বাংলা