আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৮০
পরিচ্ছেদ
২১৮০. হযরত আবু বকর ইবন আবু মুসা সূত্রে তাঁর পিতা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু মুসার কাছে প্লেগ রোগ সম্পর্কে আলোচনা করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) -কে আমরা এ সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেনঃ এটি তোমাদের জিন্ন শত্রুদের আঘাত।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি মুসলিম-এর শর্তানুযায়ী সহীহ।)
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন। তিনি বলেন, হাদীসটি মুসলিম-এর শর্তানুযায়ী সহীহ।)
فصل
2180- وَعَن أبي بكر بن أبي مُوسَى عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ ذكر الطَّاعُون عِنْد أبي مُوسَى فَقَالَ سَأَلنَا عَنهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ وخز أعدائكم الْجِنّ وَهُوَ لكم شَهَادَة
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
