আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৭৯
পরিচ্ছেদ
২১৭৯. হযরত আবূ মূসা আল-আশআরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যুদ্ধ ও প্লেগে আমার উম্মত নিঃশেষ হবে। জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলাল্লাহ। যুদ্ধ তো আমরা বুঝতে পেরেছি কিন্তু প্লেগ কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা তোমাদের জিন্ন শত্রুদের আঘাত। এইসব কিছুতে রয়েছে শাহাদতের মর্যাদা।
(হাদীসটি আহমদ কয়েকটি সনদে বর্ণনা করেছেন। এর একটি সূত্র বিশুদ্ধ। আবু ইয়ালা, বায্যার ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ কয়েকটি সনদে বর্ণনা করেছেন। এর একটি সূত্র বিশুদ্ধ। আবু ইয়ালা, বায্যার ও তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।)
فصل
2179- وَعَن أبي مُوسَى الْأَشْعَرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فنَاء أمتِي بالطعن والطاعون فَقيل يَا رَسُول الله هَذَا الطعْن قد عَرفْنَاهُ فَمَا الطَّاعُون قَالَ وخز أعدائكم من الْجِنّ وَفِي كل شَهَادَة
رَوَاهُ أَحْمد بأسانيد أَحدهَا صَحِيح وَأَبُو يعلى وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ
رَوَاهُ أَحْمد بأسانيد أَحدهَا صَحِيح وَأَبُو يعلى وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ
