আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৮৫
পরিচ্ছেদ
২১৮৫. হযরত আবু ইয়ালা থেকে অন্য একটি রিওয়ায়াতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ শত্রু জিন্নদের দ্বারা ছড়ানো উটের মাংসগ্রন্থির মত প্লেগরোগে আমার উম্মত আক্রান্ত হবে। যে ব্যক্তি প্লেগাক্রান্ত অঞ্চলে অবস্থান করবে, সে জিহাদের সওয়াব পাবে। আর যে আক্রান্ত হবে, সে শহীদের সওয়াব পাবে। প্লেগ থেকে পলায়নকারী যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীর মত।
(বায্‌যারও হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাটি হলোঃ আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্। এই যুদ্ধ তো বুঝতে পারলাম, প্লেগ বস্তুটা কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ প্লেগ রোগটি বিষফোঁড়ার মত একটি ব্যাধি, যা বগল এবং কণ্ঠায় দেখা দেয়। প্লেগ দ্বারা মানুষের আমল গুনাহ থেকে পরিচ্ছন্ন হবে এবং মুসলমানদের জন্য এটি শাহাদতস্বরূপ। (শ্রুতি লিখক) (র) বলেনঃ এর সব কটি সনদই হাসান।)
فصل
2185- وَفِي رِوَايَة لابي يعلى أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وخزة تصيب أمتِي من أعدائهم من الْجِنّ كَغُدَّة الْإِبِل من أَقَامَ عَلَيْهَا كَانَ مرابطا وَمن أُصِيب بِهِ كَانَ شَهِيدا وَمن فر مِنْهُ كَانَ كالفار من الزَّحْف

رَوَاهُ الْبَزَّار وَعِنْده قلت يَا رَسُول الله هَذَا الطعْن قد عَرفْنَاهُ فَمَا الطَّاعُون قَالَ يشبه الدمل يخرج فِي الآباط والمراق وَفِيه تَزْكِيَة أَعْمَالهم وَهُوَ لكل مُسلم شَهَادَة
قَالَ المملي رَضِي الله عَنهُ أَسَانِيد الْكل حسان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৮৫ | মুসলিম বাংলা