আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৭৭
পরিচ্ছেদ
২১৭৭. হযরত আবু মুনীব আল-আহদাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার মুয়ায (রা) সিরিয়ায় ভাষণ দিলেন এবং প্লেগ রোগের উল্লেখ করলেন। তিনি বললেন, প্লেগ তোমাদের জন্য রহমতস্বরূপ এবং এটা তোমদের নবীর দু'আ। তোমাদের পূর্বে বহু পুণ্যবান ব্যক্তি প্লেগ রোগে মৃত্যুবরণ করেছেন। হে আল্লাহ্। আপনি মুয়ায পরিবারকে এ রহমতের অধিকারী করুন। তারপর তিনি মিম্বর থেকে নেমে এসে আবদুর রহমান ইবন আউফ-এর ঘরে প্রবেশ করেন। আবদুর রহমান বললেন, সত্য আল্লাহর পক্ষ থেকে, তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। তখন মুয়ায বললেন, অচিরেই তোমরা আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে।
(আহমদ হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(আহমদ হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন।)
فصل
2177- وَعَن أبي منيب الأحدب رَضِي الله عَنهُ قَالَ خطب معَاذ بِالشَّام فَذكر الطَّاعُون
فَقَالَ إِنَّهَا رَحْمَة بكم ودعوة نَبِيكُم وَقبض الصَّالِحين قبلكُمْ اللَّهُمَّ اجْعَل على آل معَاذ نصِيبهم من هَذِه الرَّحْمَة ثمَّ نزل عَن مقَامه ذَلِك فَدخل على عبد الرَّحْمَن بن معَاذ فَقَالَ عبد الرَّحْمَن {الْحق من رَبك فَلَا تكونن من الممترين} الْبَقَرَة 741
فَقَالَ معَاذ {ستجدني إِن شَاءَ الله من الصابرين} الصافات 201
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
فَقَالَ إِنَّهَا رَحْمَة بكم ودعوة نَبِيكُم وَقبض الصَّالِحين قبلكُمْ اللَّهُمَّ اجْعَل على آل معَاذ نصِيبهم من هَذِه الرَّحْمَة ثمَّ نزل عَن مقَامه ذَلِك فَدخل على عبد الرَّحْمَن بن معَاذ فَقَالَ عبد الرَّحْمَن {الْحق من رَبك فَلَا تكونن من الممترين} الْبَقَرَة 741
فَقَالَ معَاذ {ستجدني إِن شَاءَ الله من الصابرين} الصافات 201
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
