আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৭৬
পরিচ্ছেদ
২১৭৬. রাসূলুল্লাহ (ﷺ)-এর মুক্তিপ্রাপ্ত গোলাম আবু আসীব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জিবরাঈল (আ) আমার কাছে প্লেগ ও সর্দি-জ্বর নিয়ে আসলেন, আমি মদীনার জন্য সর্দি-জ্বর রেখে প্লেগ সিরিয়ায় পাঠিয়ে দিয়েছি। প্লেগ আমার উম্মতের জন্য শাহাদতস্বরূপ। আর কাফিরদের জন্য় শাস্তিস্বরূপ।
(হাদীসটি আহমদ এবং তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে বর্ণনা করেছেন। আহমদ-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ।)
(হাদীসটি আহমদ এবং তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে বর্ণনা করেছেন। আহমদ-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ।)
فصل
2176- وَعَن أبي عسيب رَضِي الله عَنهُ مولى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَتَانِي جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام بالحمى والطاعون فَأَمْسَكت الْحمى بِالْمَدِينَةِ وَأرْسلت الطَّاعُون إِلَى الشَّام فالطاعون شَهَادَة لامتي ورجز على الْكَافِر
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير ورواة أَحْمد ثِقَات مَشْهُورُونَ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير ورواة أَحْمد ثِقَات مَشْهُورُونَ
