আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৪৫
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৪৫. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে শহীদ সম্পর্কে আলোচনা করা হলে তিনি বললেনঃ শহীদের খুন যমীন চুষে নেয়ার পূর্বেই জান্নাতী দু'জন হুর তার দিকে দ্রুত এগিয়ে আসে। যেমন করে মরুময় স্থানে দুধালো উটনী তার শাবককে ছায়া দেয়ার জন্য শশব্যস্ত হয়ে ফিরে আসে। উভয় হুরের হাতে থাকবে বেহেশতী পোশাক, যা দুনিয়া ও দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও উত্তম।
(হাদীসটি ইবন মাজাহ শাহ্‌র ইবন হাওশাব সূত্রে হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2145- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ ذكر الشَّهِيد عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ لَا تَجف الأَرْض من دم الشَّهِيد حَتَّى تبتدره زوجتاه كَأَنَّهُمَا ظئران أظلتا فصيليهما فِي براح من الأَرْض وَفِي يَد كل وَاحِدَة مِنْهُمَا حلَّة خير من الدُّنْيَا وَمَا فِيهَا

رَوَاهُ ابْن مَاجَه من رِوَايَة شهر بن حَوْشَب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৪৫ | মুসলিম বাংলা