আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৪৬
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৪৬. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছিঃ শহীদ চার পর্যায়ের হয়ে থাকে। এক ব্যক্তি সে মু'মিন, তার ঈমান অত্যন্ত দৃঢ়, সে শত্রুর মুকাবিলা করে ঈমানদীপ্ত মনোভাব নিয়ে শহীদ হয়ে গেল। সে হলো ঐ পর্যায়ের শহীদ যাকে হাশরের দিন মানুষ এমনিভাবে চোখ উঁচু করে দেখবে। বর্ণনাকারী বলেন। এমনভাবে তিনি মাথা উঁচু করলেন, যেন তাঁর টুপি পড়ে গেল। তবে সে টুপি কি উমর(রা.)-এর ছিল, নাকি নবী করীম (ﷺ) -এর, তা আমার জানা নেই। দ্বিতীয় ঐ ব্যক্তি যে দৃঢ় ঈমানের অধিকারী মু'মিন, সে এমনভাবে দুশমনের মুখোমুখি হলো, যেন কাঁটাগাছের কাঁটা দ্বারা তার চর্মে আঘাত করা হয়েছে। এক অজ্ঞাত তীর এসে তাকে শহীদ করে দিয়েছে। এ ব্যক্তি হবে দ্বিতীয় পর্যায়ের শহীদ। তৃতীয় ঐ মু'মিন ব্যক্তি, যে নেক আমল ও বদ আমল দ্বারা মিশ্রিত। সে দুশমনের মুখোমুখি হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে শহীদ হয়ে গেছে। সে হলো তৃতীয় পর্যায়ের শহীদ। চতুর্থ ঐ মু'মিন ব্যক্তি যে নিজ প্রবৃত্তির উপর অত্যাচার করেছে। সে দুশমনের মুখোমুখি হয়ে আল্লাহকে সত্যজ্ঞান করে জিহাদ করে নিহত হয়, সে নিম্ন পর্যায়ের শহীদ।
(হাদীসটি তিরমিযী ও বায়হাকী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-গরীব।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2146- وَعَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الشُّهَدَاء أَرْبَعَة رجل مُؤمن جيد الْإِيمَان لَقِي الْعَدو فَصدق الله حَتَّى قتل فَذَاك الَّذِي يرفع النَّاس إِلَيْهِ أَعينهم يَوْم الْقِيَامَة هَكَذَا وَرفع رَأسه حَتَّى وَقعت قلنسوته فَلَا أَدْرِي قلنسوة عمر أَرَادَ أم قلنسوة النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ وَرجل مُؤمن جيد الْإِيمَان لَقِي الْعَدو فَكَأَنَّمَا ضرب جلده بشوك طلح من الْجُبْن أَتَاهُ سهم غرب فَقتله فَهُوَ فِي الدرجَة الثَّانِيَة وَرجل مُؤمن خلط عملا صَالحا وَآخر سَيِّئًا لَقِي الْعَدو فَصدق الله حَتَّى قتل فَذَلِك فِي الدرجَة الثَّالِثَة وَرجل مُؤمن أسرف على نَفسه لَقِي الْعَدو فَصدق الله حَتَّى قتل فَذَلِك فِي الدرجَة الأولى

رَوَاهُ التِّرْمِذِيّ وَالْبَيْهَقِيّ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৪৬ | মুসলিম বাংলা