আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৩৮
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৩৮. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রথম সারিতে যারা জিহাদ করে, কিয়ামতের দিন তারাই শ্রেষ্ঠ মুজাহিদ বলে গণ্য হবে। নিহত হওয়ার পূর্ব পর্যন্ত তারা কোন দিকে তাকানোর জন্য মুখ ফিরায় না। তারা জান্নাতের সুরম্য কক্ষসমূহে শয়ন করবে। তোমার রব তাদের দেখে হাসতে থাকেন। আর আল্লাহ যদি কোন কওমকে দেখে হাসেন, তবে তাদের আর কোন হিসাব-নিকাশ নেই।
(হাদীসটি তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2138- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أفضل الْجِهَاد عِنْد الله يَوْم الْقِيَامَة الَّذين يلتقون فِي الصَّفّ الأول فَلَا يلفتون وُجُوههم حَتَّى يقتلُوا أُولَئِكَ يتلبطون فِي الغرف من الْجنَّة يضْحك إِلَيْهِم رَبك وَإِذا ضحك إِلَى قوم فَلَا حِسَاب عَلَيْهِم

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৩৮ | মুসলিম বাংলা