আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৩৭
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৩৭. হযরত নু'আয়ম ইবন আম্মার (রা) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) -কে জিজ্ঞেস করল, কোন ধরনের শহীদ সবচেয়ে মর্যাদাশীল? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, যাদেরকে প্রথম সারিতে ফেলে দিলেও নিহত না হওয়া পর্যন্ত পিছন দিকে চেহারা ঘুরিয়ে দেখে না, তারা জান্নাতের সর্বোচ্চ কক্ষসমূহে চলে যাবে। তাদের প্রভু তাদের দেখে হাসতে থাকেন। আর তোমার প্রভু যদি দুনিয়ায় কোন ব্যক্তিকে দেখে হাসেন, তবে তার কোন হিসাব-নিকাশ নেই।*
(হাদীসটি আহমদ ও আবু ইয়ালা রিওয়ায়াত করেছেন। উভয়ের বর্ণনা সূত্র নির্ভরযোগ্য।)
*অর্থাৎ তাঁরা বিনা হিসাবে বেহেশতী হবেন।
(হাদীসটি আহমদ ও আবু ইয়ালা রিওয়ায়াত করেছেন। উভয়ের বর্ণনা সূত্র নির্ভরযোগ্য।)
*অর্থাৎ তাঁরা বিনা হিসাবে বেহেশতী হবেন।
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2137- وَعَن نعيم بن عمار رَضِي الله عَنهُ أَن رجلا سَأَلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَي الشُّهَدَاء أفضل قَالَ الَّذين إِن يلْقوا فِي الصَّفّ لَا يلفتون وُجُوههم حَتَّى يقتلُوا أُولَئِكَ ينطلقون فِي الغرف الْعلَا من الْجنَّة ويضحك إِلَيْهِم رَبهم وَإِذا ضحك رَبك إِلَى عبد فِي الدُّنْيَا فَلَا حِسَاب عَلَيْهِ
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى ورواتهما ثِقَات
رَوَاهُ أَحْمد وَأَبُو يعلى ورواتهما ثِقَات
