আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৩৬
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৩৬. হযরত আনাস ইবন মালিক (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ মানুষ যখন হাশর ময়দানে হিসাবের জন্য অপেক্ষা করতে থাকবে, তখন একদল মানুষ ঘাড়ে তরবারি লটকিয়ে আসবে, তরবারিগুলো থেকে রক্ত ঝরতে থাকবে। তারা জান্নাতের দরজায় এসে ভীড় করবে। জিজ্ঞেস করা হবে, এদের পরিচয় কি? বলা হবে, এরা শহীদের দল। তারা জীবিত ও রিযিকপ্রাপ্ত ছিল।
(হাদীসটি তারাবানী বর্ণনা করেছেন। পূর্ণ হাদীসটি সামনে আসবে ইনশা আল্লাহ। বর্ণিত হাদীসটির সনদ হাসান পর্যায়ের।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2136- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا وقف الْعباد لِلْحسابِ جَاءَ قوم واضعي سيوفهم على رقابهم تقطر دَمًا فازدحموا على بَاب الْجنَّة فَقيل من هَؤُلَاءِ قيل الشُّهَدَاء كَانُوا أَحيَاء مرزوقين

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي حَدِيث يَأْتِي بِتَمَامِهِ إِن شَاءَ الله تَعَالَى وَإِسْنَاده حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১৩৬ | মুসলিম বাংলা