আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১৩৯
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৩৯. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি। তিনি বলেছেনঃ তিন দল মানুষ সবার আগে জান্নাতে প্রবেশ করবে। (১) দরিদ্র মুহাজির সম্প্রদায়, যাদের দ্বারা সকল অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। (২) যাদের অবস্থা এই যে, যখন তাদেরকে কোন নির্দেশ দেয়া হয়, তারা শোনে ও আনুগত্য করে। (৩) যদি তাদের কারো কোন চাহিদার জন্য বাদশাহর শরণাপন্ন হতে হয়, মৃত্যুর পূর্বে আর তাদের প্রয়োজন মেটানো হয় না; সমস্যার যাতনা বুকে নিয়েই তারা মৃত্যুবরণ করে। মহান আল্লাহ কিয়ামতের দিন জান্নাতকে ডাক দিবেন। তখন জান্নাত তার স্বকীয় বৈশিষ্ট্যে সুসজ্জিত অবস্থায় হাযির হবে। তারপর আল্লাহ্ বলবেনঃ কোথায় আমার সেই বান্দাগণ যারা আমার রাস্তায় জিহাদ করেছে এবং নিজেরাও নিহত হয়েছে। তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়া হয়েছে কিন্তু তারা তাদের সাধনা অব্যাহত রেখেছিল-তোমরা জান্নাতে প্রবেশ কর। তখন তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
এদিকে ফিরিশতাগণ আল্লাহকে সিজদা করে বলবে, প্রভু। আমরা দিন রাত আপনার পবিত্রতা ও গুণগান বর্ণনা করি, ঐ সবলোক কারা? যাদের আপনি আমাদের চেয়েও বেশি সম্মান দিয়েছেন? মহান আল্লাহ বলবেনঃ ওরা হলো আমার ঐ সব বান্দা, যারা আমার পথে কষ্ট-যাতনা সহ্য করে জিহাদ করেছিল। তখন বেহেশতের সকল সরজা দিয়ে ফিরিশতাগণ তাদের কাছে আসবে আর বলবেঃ তোমরা যে ধৈর্যধারণ করেছিলে, এজন্য তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। কতইনা উত্তম পরকালের ঠিকানা।
(হাদীসটি ইস্পাহানী হাসান সনদে বর্ণনা করেছেন। কিন্তু হাদীসটির বর্ণিত মতন গরীব।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2139- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
يَقُول أول ثَلَاثَة يدْخلُونَ الْجنَّة الْفُقَرَاء الْمُهَاجِرُونَ الَّذين تتقى بهم المكاره إِذا أمروا سمعُوا وأطاعوا وَإِن كَانَت لرجل مِنْهُم حَاجَة إِلَى السُّلْطَان لم تقض لَهُ حَتَّى يَمُوت وَهِي فِي صَدره وَإِن الله عز وَجل ليدعو يَوْم الْقِيَامَة الْجنَّة فتأتي بزخرفها وَزينتهَا فَيَقُول أَيْن عبَادي الَّذين قَاتلُوا فِي سبيلي وَقتلُوا وأوذوا وَجَاهدُوا فِي سبيلي ادخُلُوا الْجنَّة فيدخلونها بِغَيْر حِسَاب وَتَأْتِي الْمَلَائِكَة فيسجدون فَيَقُولُونَ رَبنَا نَحن نُسَبِّح بحَمْدك اللَّيْل وَالنَّهَار ونقدس لَك من هَؤُلَاءِ الَّذين آثرتهم علينا فَيَقُول الرب عز وَجل هَؤُلَاءِ عبَادي الَّذين قَاتلُوا فِي سبيلي وأوذوا فِي سبيلي فَتدخل عَلَيْهِم الْمَلَائِكَة من كل بَاب سَلام عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ فَنعم عُقبى الدَّار

رَوَاهُ الْأَصْبَهَانِيّ بِإِسْنَاد حسن لَكِن مَتنه غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান