আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১২৯
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১২৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যায়েদ, জাফর ও আবদুল্লাহ ইবন রাওয়াহা (রা)-কে মুতা যুদ্ধে পাঠালেন, পতাকা যায়েদের হাতে দিয়েছিলেন। পরে তাঁরা সবাই শহীদ হয়ে গেলেন। আনাস বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই ঘটনার সংবাদ আসার পূর্বেই তাঁদের মৃত্যু সংবাদ দিলেন। তিনি বললেন: যায়দ পতাকা ধরলো, সে শহীদ হয়ে গেল। তারপর জাফর পতাকা ধরলো, জাফরও শহীদ হয়ে গেল। তারপর আবদুল্লাহ্ ইবন রাওয়াহা তা ধরল এবং সেও শহীদ হল। তারপর পতাকা ধারণ করল আল্লাহর তরবারি খালিদ ইবন ওয়ালিদ। হযরত আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাথীদের মধ্যে আলোচনা করছিলেন, আর তাঁর দু'চোখ অশ্রু ঝরাচ্ছিল।
অন্য রিওয়ায়াতে বলা হয়েছে। রাসূলুল্লাহ আনন্দের বিষয় হতো না। বললেন: তারা আমার কাছে থাকলে তাদের জন্য অধিক।
(হাদীসটি বুখারী ও অন্যান্যরা রিওয়ায়াত করেছেন।)
অন্য রিওয়ায়াতে বলা হয়েছে। রাসূলুল্লাহ আনন্দের বিষয় হতো না। বললেন: তারা আমার কাছে থাকলে তাদের জন্য অধিক।
(হাদীসটি বুখারী ও অন্যান্যরা রিওয়ায়াত করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2129- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ بعث رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم زيدا وجعفرا وَعبد الله بن رَوَاحَة وَدفع الرَّايَة إِلَى زيد فأصيبوا جَمِيعًا
قَالَ أنس فنعاهم رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قبل أَن يَجِيء الْخَبَر فَقَالَ أَخذ الرَّايَة زيد فأصيب ثمَّ أَخذهَا جَعْفَر فأصيب ثمَّ أَخذهَا عبد الله بن رَوَاحَة فأصيب ثمَّ أَخذ الرَّايَة سيف من سيوف الله خَالِد بن الْوَلِيد
قَالَ فَجعل يحدث النَّاس وَعَيناهُ تَذْرِفَانِ
وَفِي رِوَايَة قَالَ وَمَا يسرهم أَنهم عندنَا
رَوَاهُ البُخَارِيّ وَغَيره
قَالَ أنس فنعاهم رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قبل أَن يَجِيء الْخَبَر فَقَالَ أَخذ الرَّايَة زيد فأصيب ثمَّ أَخذهَا جَعْفَر فأصيب ثمَّ أَخذهَا عبد الله بن رَوَاحَة فأصيب ثمَّ أَخذ الرَّايَة سيف من سيوف الله خَالِد بن الْوَلِيد
قَالَ فَجعل يحدث النَّاس وَعَيناهُ تَذْرِفَانِ
وَفِي رِوَايَة قَالَ وَمَا يسرهم أَنهم عندنَا
رَوَاهُ البُخَارِيّ وَغَيره
