আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১২৮
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১২৮. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি মুতা যুদ্ধে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা জাফর ইব্‌ন আবু তালিবকে খুঁজছিলাম। আমরা তাঁকে বধ্যভূমিতে এমতাবস্থায় পেলাম যে, তাঁর শরীরের সম্মুখদিকে নব্বইটিরও অধিক তলোয়ার, বর্শা ও তীরের আঘাত ছিল।
অন্য রিওয়ায়াতে বলা হয়েছে, আমরা তাঁর শরীরের জখমণ্ডলে গুণে পঞ্চাশটি তরবারি ও বর্শার আঘাত পেলাম। কিন্তু একটি আঘাতও পিছনদিকে ছিল না।
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2128- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَنه كَانَ فِي غَزْوَة مُؤْتَة قَالَ فالتمسنا جَعْفَر بن أبي طَالب رَضِي الله عَنهُ فوجدناه فِي الْقَتْلَى فَوَجَدنَا بِمَا أقبل من جسده بضعا وَتِسْعين بَين ضَرْبَة ورمية وطعنة

وَفِي رِوَايَة فعددنا بِهِ خمسين طعنة وضربة لَيْسَ مِنْهَا شَيْء فِي دبره

رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১২৮ | মুসলিম বাংলা