আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১২৭
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১২৭. হযরত আবদুল্লাহ ইবন জাফর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ হে আবদুল্লাহ্। তোমার জন্য সুসংবাদ। তোমার পিতা ফিরিশতাদের সাথে আসমানে উড়ে বেড়াচ্ছে।
(হাদীসটি তাবারানী হাসান সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী হাসান সনদে বর্ণনা করেছেন।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2127- وَعَن عبد الله بن جَعْفَر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم هَنِيئًا لَك يَا عبد الله أَبوك يطير مَعَ الْمَلَائِكَة فِي السَّمَاء
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
