আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১২৬
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১২৬. হযরত সালিম ইবন আবুল জা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) শহীদদেরকে স্বপ্নে দেখলেন। তিনি জাফরকে দু'ডানা বিশিষ্ট ফিরিশতার আকৃতিতে দেখলেন। তবে ডানাগুলো ছিল রক্তে রঞ্জিত। আর যায়দ ইবন হারিসা ছিলেন তাঁর বিপরীত দিকে উপবিষ্ট।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। এটি সুন্দর সনদের একটি মুরসাল হাদীস।)
(হাফিয বলেন): মুতার যুদ্ধে জাফর (রা)-এর দু'টি হাতই নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ্ এর পরিবর্তে দু'টো ডানা তাঁকে দান করেন। এজন্য তাঁকে জাফর তাইয়্যার তথা উড্ডয়নকারী জাফর বলে অভিহিত করা হয়।
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2126- وَعَن سَالم بن أبي الْجَعْد رَضِي الله عَنهُ قَالَ أريهم النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فِي النّوم فَرَأى جعفرا ملكا ذَا جناحين مضرجين بالدماء وَزيد مُقَابِله

رَوَاهُ الطَّبَرَانِيّ وَهُوَ مُرْسل جيد الْإِسْنَاد

قَالَ الْحَافِظ كَانَ جَعْفَر رَضِي الله عَنهُ قد ذهبت يَدَاهُ فِي سَبِيل الله يَوْم مُؤْتَة فأبدله بهما جناحين فَمن أجل ذَلِك سمي جعفرا الطيار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২১২৬ | মুসলিম বাংলা