আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ২১২৫
অধ্যায়ঃ জিহাদ
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১২৫. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি জাফর ইব্‌ন আবু তালিবকে দেখেছি, ফিরিশতার মত দুটি পাখা দ্বারা জান্নাতের যথা ইচ্ছা সেখানে উড়ে বেড়াচ্ছে। তার পালকসমূহ রক্ত রঞ্জিত।
(হাদীসটি তাবারানী দু'টি সনদে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ হাসান।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2125- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رَأَيْت جَعْفَر بن أبي طَالب رَضِي الله عَنهُ ملكا يطير فِي الْجنَّة ذَا جناحين يطير مِنْهَا حَيْثُ شَاءَ مقصوصة قوادمه بالدماء

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ أَحدهمَا حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান